আজকাল ওয়েবডেস্ক: শীতের দাপট বাড়তে শুরু করেছিল গোটা বাংলায়। উত্তর থেকে দক্ষিণ- দফায় দফায় নামছিল তাপমাত্রার পারদ। ছড়িয়ে পড়েছিল শীতের আমেজ। তবে সেই তাল কাটতে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়তে পারে।

তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটা নিম্নচাপ রয়েছে। আপাতত তা শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে। এই নিম্নচাপ ধীরে ধীরে এগিয়ে আসছে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে। আর সেই কারণেই বাড়তে পারে তাপমাত্রা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে শীতের আমেজ কিছুটা হলেও ফিকে হবে।

কুয়াশার দাপট 
আগামী কয়েকদিন বেশ কয়েকটি জেলায় ভোরের দিকে কুয়াশার দাপট দেখা যেতে পারে। সকাল গড়াতে গড়াতে কুয়াশার চাদর সরে গিয়ে আকাশ পরিষ্কার হবে। ফলে সাধারণ দৃশ্যমানতাও স্বাভাবিক হয়ে ফিরবে।

বৃষ্টির সম্ভাবনা
এই বছর উত্তর ভারতে তীব্র শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস রয়েছে। তাই পশ্চিমবঙ্গের শীতকালেও বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। যার ফলে শীতের তাল কাটতে পারে বলে আশঙ্কা।

জাঁকিয়ে শীত কবে থেকে?
সপ্তাহের প্রথম দিকে তাপমাত্রা বাড়লেও, সপ্তাহের শেষের দিকে ফের বদল ঘটবে আবহাওয়ায়। তখন আবার কমতে শুরু করবে পারদ। বাড়বে ঠাণ্ডার অনুভূতি। অর্থাৎ, জাঁকিয়ে শীতের স্বাদ ফের পেতে চলেছে রাজ্য।

আজ কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

সকালে কুয়াশা থাকলেও দিনভর প্রধানত পরিষ্কার আকাশ থাকবে। বেলা বাড়তেই রোদের ঝলক দেখা গিয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১৮ ডিগ্রি সেলসিয়াসের  কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।

সর্বোচ্চ তাপমাত্রা = ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস (-২.৭)
সর্বনিম্ন তাপমাত্রা = ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস (-১.৪)
বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ = ৯০ শতাংশ
বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বনিম্ন পরিমাণ = ৪৫ শতাংশ
১৬.১১.২০২৫ থেকে ১৭.১১.২০২৫ পর্যন্ত বৃষ্টিপাত হয়নি।