অতীশ সেন, ডুয়ার্স: বন দপ্তরের লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীরা গোপন সূত্রে খবর পেয়ে ময়নাগুড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ বার্মা সেগুন কাঠ বাজেয়াপ্ত করলেন। গ্রেপ্তার হল দুই গাড়ির চালক। আটক হওয়া এই বার্মা টিকের বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা বলে বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে।
জানা যায় - দশ চাকার দুটি কন্টেনারে করে বিপুল পরিমাণ কাঠ বে-আইনি ভাবে পাচার হচ্ছে বলে বনদপ্তরের লাটাগুড়ি রেঞ্জের কাছে খবর আসে। খবর পাওয়া মাত্র লাটাগুড়ির রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে বনকর্মীরা অভিযানে নামেন। মঙ্গলবার সকালে ময়নাগুড়ি রোড এলাকা থেকে তাঁরা দুটি গাড়ি আটক করেন। গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ বার্মা টিক। কাঠ সমেত গাড়ি দুটিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই গাড়ির চালককেও আটক করেছে বনদপ্তর। জানা গিয়েছে তাদের বাড়ি হরিয়ানায়। এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে বনদপ্তর।
জানা যায় - দশ চাকার দুটি কন্টেনারে করে বিপুল পরিমাণ কাঠ বে-আইনি ভাবে পাচার হচ্ছে বলে বনদপ্তরের লাটাগুড়ি রেঞ্জের কাছে খবর আসে। খবর পাওয়া মাত্র লাটাগুড়ির রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে বনকর্মীরা অভিযানে নামেন। মঙ্গলবার সকালে ময়নাগুড়ি রোড এলাকা থেকে তাঁরা দুটি গাড়ি আটক করেন। গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ বার্মা টিক। কাঠ সমেত গাড়ি দুটিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই গাড়ির চালককেও আটক করেছে বনদপ্তর। জানা গিয়েছে তাদের বাড়ি হরিয়ানায়। এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে বনদপ্তর।
