আজকাল ওয়েবডেস্ক: সমাজমাধ্যমের জন্য রিল বানাতে গিয়ে বন্দুকের গুলি মৃত্যু স্কুল পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে মালদায়। মৃত ছাত্রের নাম শামিউল। এই ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে শামিউলেরই বন্ধু সফি আলি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এমএম পিস্তল। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ নিজের বাড়ির ছাদেই সফিকে সঙ্গে নিয়ে রিল তৈরি করছিল শামিউল। তাঁদের সঙ্গে ছিল ওই পিস্তল। অসাবধানতাবশত পিস্তল থেকে গুলি বেরিয়ে সামিউলের মাথায় লাগে। ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে।
ঘটনাটি আত্মহত্যা নাকি খুন সেই নিয়ে ধন্দে পড়ে পুলিশ। তদন্তে নেমে তারা জানতে পারে শামিউলের রিলস বানানোর নেশা ছিল। তাঁর ফোন থেকে একাধিক রিলসের হদিশ পায় পুলিশ। এর পরেই সফিকে জেরা করে পুলিশ আসল ঘটনা জানতে পারে। পুলিশি জেরায় সফি জানায়, সে-ই রিলস-এর জন্য গুলি চালিয়েছিল। মাথায় লাগার জন্য ঘটনাস্থলেই মৃত্যু হয় শামিউলের। স্কুলপড়ুয়া সফির কাছে পিস্তল এল কোথা থেকে তা ভাবাচ্ছে পুলিশকে। এই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
