আজকাল ওয়েবডেস্ক: বাংলাজুড়ে দারুন ছন্দে বৃষ্টি। আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গে দফায় দফায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশার উত্তর প্রান্তে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ ঘণীভূত হয়েছে। যার প্রভাবেই এই বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
সোমবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাওয়ারও পূর্বাভাস জারি করা হয়েছে।
অবশ্য মঙ্গলবার বিকেল পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গেরজেলাগুলিতে।
দঙ্গিণবঙ্গে নিম্নচাপ
রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে নিম্নচাপ তৈরি হয়েছে তা আগামী ৩ দিনের মধ্যে ক্রমেই পশ্চিম দিকে সরবে। নিম্নচাপটির গন্তব্য প্রথমে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে। এছাড়াও দেশের পশ্চিম প্রান্ত থেকে এ রাজ্য়ের দিকে একটি মৌসুমি অক্ষরেখা ক্রমশ বিস্তৃত। যা উত্তরপ্রদেশ অতিক্রম করে বাংলার বাঁকুড়া এবং দিঘা হয়ে উত্তর বঙ্গোপসাগরে এসে মিশেছে। ফলে একদিকে নিম্নচাপ, অন্যদিকে দেশের পশ্চিম দিক থেকে বিস্তৃত মৌসুমি অক্ষরেখাটির জেরে দক্ষিণবঙ্গের আকাশেই ঘন কালো মেঘের ঘনঘটা।
উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার দিনভর বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। মঙ্গলবারও একই অবস্থা বজায় থাকবে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলোয় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টিকিছুটা কমতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
কলকাতার আবহাওয়া
মহানগরজুড়ে সোমবার সকালে মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। এই আবহাওয়াই এ দিন বজায় থাকবে বলে পূর্বাভাস।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিক)। সোমবারও তাপমাত্রাও প্রায় একই থাকবে বলে জানানো হয়েছে।
