আজকাল ওয়েবডেস্ক:‌ লোকো পাইলট পরীক্ষার জন্য ব্যস্ত বহু কর্মী। আর সেকারণেই মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চক্রধরপুর ডিভিশনে বাতিল থাকবে ৩২টি ট্রেন। দক্ষিণ পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ট্রেন বাতিলের ফলে নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা।


মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চক্রধরপুর ডিভিশনে বাতিল থাকবে টাটানগর–রাউরকেল্লা–টাটানগর মেমু, টাটানগর–বাদামপাহাড়–টাটানগর মেমু, টাটানগর–গুয়া–টাটানগর মেমু, চক্রধরপুর–রাউরকেল্লা–চক্রধরপুর মেমু, রাউরকেল্লা–ঝাড়সুগদা–রাউরকেল্লা মেমু, ঝাড়সুগদা–সম্বলপুর–ঝাড়সুগদা মেমু, টাটানগর–বারবিল–টাটানগর মেমু, টাটানগর–বারকানা–টাটানগর মেমু, চাকুলিয়া–টাটানগর–চাকুলিয়া মেমু, টাটানগর–চাইবাসা মেমু ও ঝাড়গ্রাম–পুরুলিয়া–ঝাড়গ্রাম মেমু। 


মঙ্গল ও বুধবার চক্রধরপুর ডিভিশনে বাতিল থাকবে হাতিয়া–রাউরকেল্লা প্যাসেঞ্জার, বীরমিত্রপুর–বরশুঁয়া–বীরমিত্রপুর প্যাসেঞ্জার, হাতিয়া–টাটানগর মেমু। 


বুধ ও বৃহস্পতিবার চক্রধরপুর ডিভিশনে বাতিল থাকবে হাতিয়া–রাউরকেল্লা প্যাসেঞ্জার,  বীরমিত্রপুর–বরশুঁয়া–বীরমিত্রপুর প্যাসেঞ্জার, হাতিয়া–টাটানগর মেমু। আদ্রা ডিভিশনে বাতিল থাকবে আদ্রা–আসানসোল–আদ্রা মেমু প্যাসেঞ্জার, আদ্রা–ভগা–আদ্রা মেমু প্যাসেঞ্জার, মেদিনীপুর–আদ্রা–মেদিনীপুর মেমু,
আদ্রা–বরাভূম–আদ্রা মেমু। এছাড়া বাতিল থাকবে বোকারো স্টিল সিটি–ধানবাদ–বোকারো স্টিল সিটি।


বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। তার মধ্যে ঝাড়গ্রাম–ধানবাদ–ঝাড়গ্রাম এক্সপ্রেস ট্রেন বোকারো স্টিল সিটি রেলওয়ে স্টেশন পর্যন্ত চলবে। বর্ধমান হাতিয়া মেমু এক্সপ্রেস গোমো পর্যন্ত চলবে।  টাটা–আসানসোল–বরাভূম মেমু আদ্রা পর্যন্ত চলবে। আসানসোল–পুরুলিয়া–আসানসোল মেমু ট্রেনটি আদ্রা পর্যন্ত চলবে।


বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে। তার মধ্যে রয়েছে বক্সার–টাটা এক্সপ্রেস, হাতিয়া–খড়গপুর এক্সপ্রেস, খড়গপুর–হাতিয়া এক্সপ্রেস ও ধানবাদ–বাঁকুড়া মেমু।