আজকাল ওয়েবডেস্ক: নিয়ম না মানায় জেলার বেশ কিছু নার্সিংহোমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল দক্ষিণ ২৪ পরগণা জেলা স্বাস্থ্য দপ্তর। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও লাইসেন্স পুনর্নবীকরণ না করায় ৫১টি নার্সিংহোমকে শোকজ নোটিশ ধরানো হল। সেইসঙ্গে বন্ধ করা হল সাতটি নার্সিংহোম। আরও ৩৬টি নার্সিংহোম কর্তৃপক্ষকে শোকজ করা হয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে। 

 

এবিষয়ে দক্ষিণ ২৪ পরগণা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ মুক্তিসাধন মাইতি বলেন, 'জেলায় ৫১টি নার্সিংহোমের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তাদের তরফে লাইসেন্স পুনর্নবীকরণ করা হয়নি। এই নার্সিংহোমগুলির কর্তৃপক্ষদের জানিয়ে দেওয়া হয়েছে নিয়ম মেনে তাঁরা যেন নবীকরণ করিয়ে নেয়। এর পাশাপাশি ৩৬টি নার্সিংহোম অনলাইনে নবীকরণ করার সময় প্রয়োজনীয় তথ্য জমা দেয়নি। এদেরকেও শোকজ করা হয়েছে।' এর পাশাপাশি নিয়ম মেনে নার্সিংহোম না চালানোর জন্য সাতটি নার্সিংহোম বন্ধ করে দেওয়া হয়েছে বলে সিএমওএইচ জানিয়েছেন। 

 

কলকাতার উপকন্ঠে এই জেলায় লোকসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নার্সিংহোম। বিশেষ করে ভাঙড় এলাকায় পথের ধারে কিছুটা দূরে দূরেই গজিয়ে উঠেছে নার্সিং হোম। বেশ কিছু নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ ওঠে ঠিকঠাক সময়ে কাগজপত্র জমা দিয়ে লাইসেন্স পুনর্নবীকরণ না করার। খতিয়ে দেখতে আসরে নামে জেলা স্বাস্থ্য দপ্তর। এরপরেই বেরিয়ে আসে ৫১টি নার্সিংহোম কর্তৃপক্ষ এই কাগজপত্র জমা দেননি। সরাসরি শোকজ করা হয় তাদের। 

 

সিএমওএইচ জানিয়েছেন, নিয়ম মেনে কাগজ জমা করে লাইসেন্স পুনর্নবীকরণ না করায় আপাতত এই নার্সিংহোমগুলিকে শোকজ করা হয়েছে। এরপর তাদের বলা হবে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার। যদি সেই কথাতেও তাদের কর্তৃপক্ষ কর্ণপাত না করেন তখন বাধ্য হয়েই জেলা স্বাস্থ্য দপ্তরকে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে।