আজকাল ওয়েবডেস্ক: সিঙ্গুরে শিল্প নিয়ে আলোচনা দূর, সামান্য সময় খরচ করেননি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি হতাশ করেছেন। তিনি ফিরতেই এবার ভোটমুখী সিঙ্গুরে পা রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। জানুয়ারির শেষেই, সিঙ্গুরে মমতা ব্যানার্জি। সূত্রের খবর, ২৮ জানুয়ারি সিঙ্গুরে সভা করবেন মমতা ব্যানার্জি।
সূত্রের খবর, ২৮ তারিখের সভা থেকে, বিভিন্ন প্রকল্পের সুবিধা বিতরণ করতে পারেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ভোটের মুখে ফের সিঙ্গুরেই দাঁড়িয়েই মমতা ব্যানার্জি কোনও বড় বার্তা দেন কি না, নজর সেদিকেও।
এর আগে, ১৮ জানুয়ারি সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির সভার আগে শনিবার অর্থাৎ ১৭ জানুয়ারি সিঙ্গুরেই জনসভা করে তৃণমূল কংগ্রেস। এবার মোদি ফিরতেই, ফের সিঙ্গুরে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি।
১৮ তারিখ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা আধঘন্টা বক্তব্য রাখেন সিঙ্গুরে। কিন্তু বক্তব্যের কোথাও উঠে আসেনি সিঙ্গুর প্রসঙ্গ। শিল্প দূরের কথা, সিঙ্গুর প্রসঙ্গে একটাও কথা বললেন না প্রধানমন্ত্রী। প্রত্যাশায় ছাই পড়ে সিঙ্গুরবাসীর। যাঁরা আশা করে ছিলেন আবার হয়তো শিল্প হবে সিঙ্গুরে। ডানলপ কারখানার শ্রমিকদের মতো একই অভিজ্ঞতা। পরিষ্কার বোঝা যায়, রবিবার সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সমাবেশ ছিল সম্পূর্ণই রাজনৈতিক উদ্দেশ্যে।
মোদি আসার আগে, টানা পনেরো কুড়ি দিন ধরে সিঙ্গুরে চলে সভার প্রস্তুতি। আর প্রস্তুতির মাঝে রাজ্য এবং জেলা বিজেপি নেতৃত্ব সিঙ্গুরবাসীকে পুনরায় শিল্প সম্ভাবনার স্বপ্নও দেখিয়েছিলেন। সাধারণ মানুষও ভেবেছিলেন, সিঙ্গুরের সমাবেশ থেকে শিল্পের ঘোষণা হতে চলেছে। তবে, সভা শেষে আশাহত হলেন সিঙ্গুরের বাসিন্দারা। প্রধানমন্ত্রী মঞ্চে আসার আগে রাজ্য বিজেপি নেতৃত্বের বক্তব্যে বারবার উঠে এসেছে শিল্পের আশ্বাস। সিঙ্গুরে আবার শিল্প হবে এমন স্বপ্ন দেখাতে দেখা যায় খোদ প্রাক্তন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকেও। সমাবেশে সমবেত সকলেই শিল্পের সেই আশ্বাস শুনতে চেয়েছিলেন প্রধানমন্ত্রীর মুখ থেকে। প্রধানমন্ত্রীর দীর্ঘ বক্তব্য ছেয়ে আমিত্বে ভরা। প্রধানমন্ত্রী নিজেই বললেন, কেন্দ্রের যাবতীয় প্রকল্প মোদির। সবই মোদির গ্যারান্টি, মোদির আশ্বাস। আর রাজ্য সরকারের খামতি নিয়ে নানান কটাক্ষ।
তার পরেই, এবার নজরে মমতা বক্তব্য। স্বাভাবিকাভবেই মুখ্যমন্ত্রীর সভা ঘিরে সিঙ্গুরে ইতিমধ্যেই সাজোসাজো রব। শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। মুখ্যমন্ত্রী সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে, ভোটের আগে কোন বার্তা দেন, নজর এখন সেদিকেই।
