মিল্টন সেন, হুগলি: স্কুলের মধ্যে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করছিল খুদে পড়ুয়া। হঠাৎ জ্বালা করে গায়ে। তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। স্কুলের মধ্যেই সাপের কামড়ে বিপত্তি খুদে পড়ুয়ার। অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছে তার। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এক হাসপাতালে। কিন্তু ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পড়ুয়াদের মধ্যে।
স্কুল চলাকালীন খেলতে গিয়ে পড়ুয়াকে সাপের কামড়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির পান্ডুয়ায়। সাপ কামড়েছে পান্ডুয়া ভায়ড়া গ্রামের বাসিন্দা বছর আটেকের এক ছাত্রকে। ঘটনাটি ঘটেছে শনিবার স্কুল চলাকালীন ভায়রা গদাধর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে।
স্কুলের মাঠেই সহপাঠীদের সঙ্গে খেলা করছিল ওই ছাত্র। হঠাৎই তাকে সাপে কামড়ায়। সহপাঠীরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বিষয়টি জানালে তড়িঘড়ি ওই ছাত্রকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ছাত্রের পরিবারের লোকজন পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চলে আসেন। সেখানেই তার চিকিৎসা চলছে।
এ প্রসঙ্গে পান্ডুয়া ব্লক স্বাস্থ্য অধিকারী শেখ মনজুর আলম জানান, সাপে কামড়ানোর সমস্যা নিয়ে ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে এসেছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। আপাতত পান্ডুয়া হাসপাতালে ছাত্র চিকিৎসা চলছে। সমস্ত রকম স্বাস্থ্য পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে সঠিক কী হয়েছে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশ, হুগলিতে শুরু হল 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচি, কী কী দাবি স্থানীয়দের?
ওই ছাত্রর দাদু জুহিলাল মুর্মু এদিন জানান, শনিবার সকালে বাচ্চাটি প্রতিদিনের মতন স্কুলে গিয়েছিল। হঠাৎ বাচ্চাকে সাপে কামড়েছে এমন খবর পেয়ে তার পরিবারের সকলে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ছুটে আসেন। গ্রামবাসীদের অভিযোগ বিদ্যালয় নিয়মিত পরিষ্কার করা হয় না। পরিচ্ছন্নতার যথেষ্টই অভাব রয়েছে স্কুল চত্ত্বরে।
অভিভাবকদের আরও অভিযোগ, বিদ্যালয়ের সীমানা প্রাচীরের ভেতরে জঙ্গলে ভর্তি। বর্ষার জল জমে থাকে। সাপের উপদ্রব আছে বিদ্যালয় চত্ত্বরেও। এদিন খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরভ বিশ্বাস এবং বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি কৃপাসিন্ধু ঘোষ পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে আসেন।
হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন শিল্পা নন্দী জানিয়েছেন, বাচ্চাটি সুস্থ আছে। স্কুলে ওই ছাত্র খেলা করছিল। তাকে সাপ কামড়েছে। স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আরও পড়ুন: জাতীয় সড়কের উপর উল্টে গেল দেশি মদের গাড়ি, বোতল কুড়ানোর জন্য তৈরি হল যানজট
প্রসঙ্গত, দিন কয়েক আগেই রাজ্যের আরও একটি স্কুলে সাপের উপদ্রব ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনাটি ঘটেছে খড়্গপুর-১ ব্লকের ভেটিয়াচণ্ডী হাইস্কুলে। ছাত্রছাত্রীদের অভিযোগ, বুধবারই শুধু সাপের দেখা মিলেছে তা নয়। স্কুলের আনাচকানাচে প্রায়ই সাপের দেখা মিলছে। একেই ভাঙা ঘরে ক্লাস চলে। এর জেরে গত বৃহস্পতিবার ওই স্কুলে ক্লাস বাতিল করার ঘোষণা করেন প্রধান শিক্ষক।
গত সপ্তাহে উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার সুন্দরপুর সাতবেড়িয়া বনগ্রাম এলাকার কালীচরণ হাওলাদার বালিকা বিদ্যালয়ে সাপের আতঙ্কে সমস্যা তৈরি হয়েছে। শ্রেণিকক্ষে পড়াশোনা করার বদলে এখন বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা আতঙ্কে প্রহর গুনছেন। স্কুল চত্বরজুড়ে বারবার দেখা মিলছে বিষধর সাপের। বর্ষায় স্কুলে আসতে রীতিমতো ভয় পাচ্ছে পড়ুয়ারা।
ছবি পার্থ রাহা।
