আজকাল ওয়েবডেস্ক: সামাজিক মাধ্যমে একটি অতিরিক্ত ভিড়ভাট্টার ফেরিঘাটের ভিডিও বিপুলভাবে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, বিশেষ নিবিড় সংযোজন কর্মসূচি (SIR) ঘোষণার পর পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীরা দলে দলে নিজেদের দেশে ফিরে যাচ্ছেন। তবে অনুসন্ধানে উঠে এসেছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।
ভিডিওটি প্রথমে এক্স–অ্যাকাউন্ট Tathvam-asi (@ssaratht) শেয়ার করে। সেখানে অভিযোগ করা হয়, SIR ঘোষণার আতঙ্কে অবৈধ অভিবাসীরা নাকি বাংলাদেশে পালাচ্ছেন। পোস্টটি ইতিমধ্যেই এক লক্ষের মতো ভিউ পেয়েছে। এরপর Ritika (@Im_Ritikaa) নামের আরেক ব্যবহারকারী একই ভিডিও পোস্ট করেন, দাবি করেন—পশ্চিমবঙ্গে যদি SIR কঠোরভাবে প্রয়োগ করা হয়, “রাজ্যের অর্ধেক জনসংখ্যা ফাঁকা হয়ে যাবে।” এই পোস্টের ভিউ প্রায় ৪.৭ লক্ষ ছাড়িয়েছে।
ডানপন্থী বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে পরিচিত Ocean Jain (@ocjain4) ভিডিওটি শেয়ার করে দাবি করেন, এটি নাকি বসিরহাটের স্বরূপনগর সীমান্তের দৃশ্য, যেখানে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা নাকি পালিয়ে যাচ্ছে। একই দাবি করে হিন্দুত্ববাদী সংগঠনের নেতা পরিচয়দানকারী আদিত্য কৃষ্ণ গিরিও ফেসবুকে ভিডিওটি ছড়ান। এরপর ডানপন্থী প্রোপাগান্ডা অ্যাকাউন্ট Kreatly Media–সহ আরও অনেকেই একই দাবি তুলতে থাকেন।
ভাইরাল ভিডিওর কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে Independent Television নামে বাংলাদেশের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের ছবি মেলে। সেখানে দেখা যায়, ভিডিওতে দেখা দৃশ্যের সঙ্গে ছবির অবস্থান একেবারেই মিল রয়েছে। প্রতিবেদনে স্থানটি বাগেরহাট জেলার মংলা উপজেলার মংলা নদীর তীর হিসেবে উল্লেখ করা হয়। বার্তাটিতে বলা হয়েছে, মংলা নদীর এই অস্থায়ী কাঠের ঘাটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মূল ফেরিঘাট ভেঙে যাওয়ায় বাধ্য হয়ে স্থানীয় মানুষজন এই কাঠের পরিকাঠামোটাই ব্যবহার করেন। প্রায় দুই লাখ যাত্রী প্রতিদিন এই বিপজ্জনক ঘাট ব্যবহার করেন—ফলে দুর্ঘটনার আশঙ্কাও থাকে প্রবল।
একই স্থানের আরও ভিডিও প্রমাণ সনাক্ত করা গেছে। এই সূত্র ধরে অনুসন্ধান করে Independent Television-এর ইউটিউব চ্যানেলে একটি নিউজ বুলেটিন পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়—“মংলা নদী পারাপারে টেকসই ঘাট নির্মাণের দাবি”। এই বুলেটিনে দেখা যায়, ঘাটের কাঠামো, অন্য পাড়ের গাছপালা ও বাড়িগুলো—সবই ভাইরাল ভিডিওর সঙ্গে মিলে যায়। দুই ভিডিওতেই একটি সবুজ রঙের পোস্টার দেখা যায়, যেখানে একজন মানুষকে এক হাত উঁচিয়ে দেখানো হয়েছে—এটিও মিল পাওয়া গুরুত্বপূর্ণ চিহ্ন।
এছাড়া জনপ্রিয় ব্লগার Sobuj the Bhaijaan–এর একটি ভ্লগেও মংলা নদীর একই ঘাট দেখা গেছে। তার ভিডিওর পটভূমিও ভাইরাল দৃশ্যের সঙ্গে হুবহু মিলে যায়। সব মিলিয়ে যাচাই করে দেখা গেল, ভাইরাল ভিডিওটির অবস্থান বাংলাদেশের খুলনা বিভাগের মংলা নদীর ফেরিঘাট। ভিডিওটিতে পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশি বা রোহিঙ্গাদের পালানো দেখানো হয়নি। SIR ঘোষণা এবং ভিডিওটির মধ্যে কোনও সম্পর্ক নেই। সামাজিক মাধ্যমে ছড়ানো দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
