আজকাল ওয়েবডেস্ক: রাজ্য জুড়ে শুরু হওয়া ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রথম পর্যায়ের কাজ শেষ হতে চলেছে আগামী ৪ ডিসেম্বর। সবকিছু পরিকল্পনামাফিক চললে সংখ্যালঘু অধ্যুষিত  মুর্শিদাবাদ জেলায় ওই দিন একটি বড় জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। 
মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের কাছে ইতিমধ্যেই ওই সভার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ এসে পৌঁছেছে।
 
তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার জানান," জেলা প্রশাসন এবং আমাদের দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে এখনও  পর্যন্ত আমরা জানতে পেরেছি আগামী ৪ ডিসেম্বর আমাদের দলনেত্রী বহরমপুর স্টেডিয়ামে একটি বড় জনসভা করবেন। ওই দিন দুপুর একটা নাগাদ তাঁর জনসভা শুরু হওয়ার কথা রয়েছে।"
 
রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান বলেন, "শীর্ষ নেতৃত্বের তরফ থেকে এখনও পর্যন্ত আমাদেরকে পাঠানো বার্তায়   জানানো হয়েছে আগামী ৪ ডিসেম্বর বহরমপুরে মুখ্যমন্ত্রী একটি জনসভায় অংশগ্রহণ করবেন।  ওই দিন তাঁর প্রশাসনিক বৈঠক রয়েছে কিনা সে বিষয়ে আমরা এখনও  সম্পূর্ণ নিশ্চিত নই। "
 
তিনি জানান,"মুখ্যমন্ত্রীর জনসভায় আমরা  দেড় লক্ষ লোক জমায়েত করার প্রস্তুতি নিচ্ছি। জনসভার প্রস্তুতির অঙ্গ হিসেবে মঙ্গলবার জঙ্গিপুর সংগঠনিক জেলা নেতৃত্ব এক প্রস্থ বৈঠক করেছেন।  বুধবার বহরমপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব এই বিষয়ে বৈঠক করছেন।"
 
মুর্শিদাবাদ জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, রাজ্য প্রশাসনের তরফ থেকে এখনও তাঁদেরকে মুখ্যমন্ত্রীর চূড়ান্ত সফর সূচি সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে তাঁরা জানতে পেরেছেন আগামী ৩ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর মালদা জেলায় কর্মসূচি রয়েছে। তার পরের দিন তিনি মুর্শিদাবাদ জেলায় আসবেন। ওই আধিকারিক আরও জানান, মুর্শিদাবাদ  জেলায় এসে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করবেন না কেবলই জনসভা করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে রাজ্যজুড়ে চলা এসআইআর-এর প্রথম পর্বের ঠিক শেষ দিন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলা থেকে রাজ্যবাসী এবং তৃণমূল নেতৃত্বকে কী বার্তা দেন তা শোনার জন্য সকলেই উদগ্রীব। 

ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন,"আগামী ৪ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলায় আসছেন। তাঁর কর্মসূচি সফল করার জন্য তৃণমূল নেতৃত্বের তরফ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কাজ শুরু হয়েছে। ওই দিন মুখ্যমন্ত্রীর কথা শোনার জন্য কেবলমাত্র ফরাক্কা ব্লক থেকে ২০০০ লোক বহরমপুরে যাবেন।"

মুর্শিদাবাদের লালগোলার তৃণমূল বিধায়ক মহম্মদ আলি বলেন,"মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে তাঁর চূড়ান্ত কর্মসূচি এখনও আমাদের জানানো না হলেও বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি আগামী ৪ ডিসেম্বর মুখ্যমন্ত্রী বহরমপুরে একটি প্রশাসনিক সভা করবেন। তার সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দিয়ে তিনি একটি জনসভায় বক্তব্য রাখবেন।"
 তিনি বলেন, "রাজ্য জুড়ে যে এসআইআর প্রক্রিয়া চলছে তার প্রথম পর্যায়ে শেষ দিন আগামী ৪ ডিসেম্বর। ওই দিন মুখ্যমন্ত্রী  মুর্শিদাবাদ জেলার জনসভা থেকে দলীয় কর্মী এবং রাজ্যবাসীকে কী বার্তা  দেন তা শোনার জন্য আমরা সকলেই অধীর আগ্রহে রয়েছি।"
 
মহম্মদ আলির কথায়, "রাজ্যে জুড়ে যেভাবে এসআইআর প্রক্রিয়া হচ্ছে তা আমাদের কাছে সম্পূর্ণ এক নতুন অভিজ্ঞতা। তবে এই কাজে এখনও পর্যন্ত মুর্শিদাবাদ জেলা যথেষ্টই ভালো অগ্রগতি দেখিয়েছে।  আমরা মনে করছি এসআইআর -এর প্রথম পর্ব  শেষ হয়ে যাওয়ার পর আগামী ৯ তারিখ খসড়া তালিকা প্রকাশের পর  আমাদের কাজ আরও বাড়বে।"
 
তৃণমূল নেতৃত্ব বারবার অভিযোগ করছেন, নির্বাচন কমিশনকে হাতিয়ার করে  বিজেপি বিভিন্ন অজুহাতে প্রচুর বৈধ  নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করতে পারে। ৯ তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর  সেখানে বৈধ ভোটারদের নাম না থাকলে তৃণমূল নেতা কর্মীরা কীভাবে লড়াই করবেন  সেই বিষয়ে মুখ্যমন্ত্রী কোনও বার্তা দেন কিনা তার দিকেও সকলের নজর থাকবে। 

জেলা তৃণমূলের এক নেতা জানান, বিভিন্ন কারণে কমিশন ইতিমধ্যেই প্রায় ১০ লক্ষের বেশি লোকের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অধ্যুষিত এই জেলার কোনও মানুষের নাম তাঁর নাগরিকত্বের সংশয়ের কারণে নির্বাচন কমিশন বাদ দেয়  কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। এমন কোনও ঘটনা ঘটলে তৃণমূল কর্মীদের কী করণীয় সেই বিষয়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন তা শোনার জন্য আমরা অপেক্ষা করছি।