আজকাল ওয়েবডেস্ক: আজ, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-এর প্রথম ধাপের শেষ দিন। আজ রাত ১২টার পর আর কোনও এনুমারেশন ফর্ম জমা করতে পারবেন না ব্লক লেভেল অফিসার (বিএলও)রা। আগমী মঙ্গলবার অর্থাৎ ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। সেই তালিকায় আপনার নাম রয়েছে কি না, তা জানবেন কীভাবে?
গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে। গত ৪ ডিসেম্বর ছিল প্রথম ধাপের শেষ দিন। কিন্তু কমিশন আরও এক সপ্তাহ এসআইআর-এর মেয়াদ বৃদ্ধি করে। ১১ ডিসেম্বর সেই বর্ধিত মেয়াদের শেষ দিন। অনেকেরই আশঙ্কা, এনুমারেশন ফর্ম ভরলেও খসড়া তালিকায় নাম থাকবে কি না। নাম থাকলেও খুঁজবেন কীভাবে? সেই পদ্ধতি জানিয়ে দিল নির্বাচন কমিশন।
কমিশন জানিয়েছে, অনলাইন এবং অফলাইন, দু’ভাবেই দেখা যাবে খসড়া তালিকা। অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in, সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in এবং একটি অ্যাপের মাধ্যমে দেখা যাবে। অ্যাপ সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশন পরে জানিয়ে দেবে। ওয়েবসাইটে বা অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর দিতে হবে। তাতেই জানা যাবে খসড়া তালিকায় নাম রয়েছে কি না।
অফলাইনে রাজ্যের সব বিএলও-কে খসড়া তালিকার হার্ড কপি দেওয়া হবে। সেই হার্ড কপি প্রতিটি বুথে নিয়ে বসবেন বিএলও-রা। ভোটাররা গিয়ে সশরীরে নিজের নাম আছে কি না তা যাচাই করতে পারবেন। এছড়াও রাজনৈতিক দলগুলির বিএলএ-দের খসড়া তালিকার সফট কপি দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর।
নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া তালিকা থেকে যাদের নাম বাদ যাবে, তাদের একটি আলাদা তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকা সংক্রান্ত অভিযোগ এবং দাবি জানানোর শেষ তারিখ ১৫ জানুয়ারি। সেই সব দাবি, অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট ভোটারকে হিয়ারিংয়ে ডেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করবেন ইআরও-রা। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।
কমিশন আরও জানিয়েছে, যাঁরা মার্কড ভোটার তাঁদের এনুমারেশন ফর্ম ভরতে হবে না। এই মার্কড ভোটারের আওতায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, নাম করা সেলেব্রিটি, রাজ্যপাল এবং অন্যান্য রাজনৈতির নেতারা।
কমিশনের সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা থেকে মোট ৫৮ লক্ষ ৮ হাজার ২৩২ জনের নাম বাদ গিয়েছে। এর মধ্যে মৃত ভোটার ২৪ লক্ষ ১৮ হাজার ৬৯৯, নিখোঁজ ভোটার ১২ লক্ষ এক হাজার ৪৬২, স্থানান্তরিত ১৯ লক্ষ ৯৩ হাজার ৮৭, ডুপ্লিকেট ভোটার এক লক্ষ ৩৭ হাজার ৪৭৫ এবং অন্যান্য ৫৭ হাজার ৫০৯ জন।
অন্যদিকে, বৃহস্পতিবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে ৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার এসআইআর-এর সময়সূচি বৃদ্ধি করেছে। সেই তালিকায় পশ্চিমবঙ্গের নাম নেই। বাংলাকে কোনও অতিরিক্ত সময় দেওয়া হয়নি। সবথেকে বেশি সময় দেওয়া হয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশকে। এছাড়াও গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর, তামিলনাড়ুতে এসআইআর-এর সময় বৃদ্ধি করা হয়েছে।
