আজকাল ওয়েবডেস্ক: এসআইআরের প্রতিবাদে ফের পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী মঙ্গলবার উত্তর ২৪ পরগনার মতুয়াগড়ে মিছিল করবেন তিনি। মিছিল শেষে বনগাঁর ত্রিকোণ পার্কে তাঁর সভা করার কথা রয়েছে।
বর্তমানে রাজ্যজুড়ে চলছে এসআইআর—অর্থাৎ ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার বিশেষ অভিযান। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, এই প্রক্রিয়ায় কীভাবে কাজ হবে। তবুও মানুষের মধ্যে রয়েছে নানা প্রশ্ন ও আশঙ্কা। মতুয়া সমাজের একাংশের মনে ভয়—এসআইআরের ফলে অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। সেই কারণেই এর প্রতিবাদে সরব হয়েছেন তাঁরা। এমনকি মমতা-অনুগামী মতুয়াদের একাংশ অনশনও শুরু করেছিলেন, যা ১৩ দিন পরে অভিষেক ব্যানার্জির অনুরোধে প্রত্যাহার করা হয়।
এবার মতুয়াদের পাশে থাকার বার্তা দিতেই আগামী মঙ্গলবার মতুয়াগড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত মিছিল করবেন তিনি। এরপর বনগাঁর ত্রিকোণ পার্কে হবে তাঁর জনসভা। এর আগে এসআইআরের প্রতিবাদে কলকাতাতেও মিছিল ও সভা করেছিলেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি।
উল্লেখযোগ্য, আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বাংলা-সহ ১২টি রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেস শুরু থেকেই এই প্রক্রিয়ার বিরোধিতা করে আসছে। তাঁদের অভিযোগ—এসআইআরের নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে, যা বিজেপির ষড়যন্ত্র। জনতাকে সতর্ক করতে এবং সহায়তা করতে ইতিমধ্যেই ৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে হেল্পডেস্ক চালু করেছে তৃণমূল।
