আজকাল ওয়েবডেস্ক: এসআইআর চলছে রাজ্যে। পরিস্থিতি পর্যালোচনায় সোমবার ১০ হাজারের বেশি দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। দলীয় সূত্রে খবর, সোমবার, ২৪ নভেম্বর, দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসবেন অভিষেক।
বৈঠকে কী কী আলোচনার সম্ভাবনা? দলীয় সূত্রে খবর-
এসআইআর-সম্পর্কিত পর্যালোচনা করবেন অভিষেক দলীয় নেতাদের সঙ্গে।
কোনও নাম যাতে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে নেতাদের সঙ্গে আলোচনা।
মতুয়া এলাকা এবং উত্তরবঙ্গ জেলাগুলিতে মনোনিবেশ করার জন্য নেতাদের সঙ্গে আলোচনা করতে পারেন অভিষেক।
নেতা এবং সাংসদরা কীভাবে কাজ করছেন নিজেদের এলাকায়, তার পর্যালোচনার সম্ভাবনা।
পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে দলের, সোমবারের বৈঠকে নেতাদের রোডম্যাপ বাতলে দেবেন অভিষেক, দলীয় সূত্রে খবর তেমনটাই।
রাজ্যে ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। ৪ নভেম্বর থেকে শুরু হয়ে, ৪ ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম পূরণের প্রক্রিয়া চলবে। ৪ নভেম্বর থেকেই এক মাস এসআইআর ক্যাম্প চালাচ্ছে তৃণমূল কংগ্রেস।
প্রক্রিয়া শুরুর আগেই, ৩১ অক্টোবর, ভার্চুয়াল বৈঠকে দলের নেতাকর্মীদের বড় নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি। ওই বৈঠকেই সাফ জানিয়ে দেন, বুথ ভিত্তিক এজেন্ট (বিএলএ)-রা, এনুমারেশন ফর্মের কাজ করার সময় এক মিনিটও বিএলও-দের একা ছাড়বেন না। সব সময় ছায়ার মতো তাঁদের সঙ্গে লেগে থাকবেন।
ওই বৈঠকেই অভিষেক রাজ্য জুড়ে ৬২০০টি ক্যাম্প চালানোর নির্দেশ দেন। ৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে হেল্পডেস্ক চালু করেছে তৃণমূল। সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৬২০০ হেল্পডেস্ক কাজ করছে। এসআইআর সংক্রান্ত জনতার সমস্ত সমস্যার সমাধান করছে এসব হেল্প ডেস্ক। এর পাশাপাশি ওই বৈঠকেই অভিষেক দলের সব কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন।
তিনি বলেন, 'এই ছ' মাস আমাদের অ্যাসিড টেস্ট। এনুমারেশন ফর্ম পূরণ করে সকল ভোটারের নাম তুলতে হবে। কারও নাম যেন বাদ না যায় সেদিকে নজর রাখতে হবে।” বুথ ভিত্তিক এজেন্টদের উদ্দেশ্যে তাঁর নির্দেশ, এসআইআর প্রক্রিয়া চলাকালীন বিএলও-দের ছায়াসঙ্গী হয়ে থাকতে হবে। এক মিনিটও তাঁদের একা ছাড়বেন না। কোনও বিএলও যেন অনৈতিক কাজ না করতে পারেন, তা দেখার দায়িত্ব বিএলএ-দের।'
প্রায় এক মাস আগের বৈঠকেই অভিষেক আরও বেশকিছু নির্দেশ দিয়েছিলেন। বলেছিলেন, 'আমাদের বনগাঁ, রানাঘাটের মানুষের পাশে থাকতে হবে। ঠিক যেমন অসমে আমরা লক্ষ লক্ষ হিন্দুকে বাদ পড়ে যেতে দেখেছি। ঠিক তেমনই বাংলায় এসআইএর-এর কারণে অনেক মানুষ সমস্যার সম্মুখীন হবেন।' উত্তরের জেলাগুলিকে নজরে রেখে তাঁর বার্তা ছিল, 'চা বাগানে বসে থাকলে হবে না। মানুষের জন্য লড়তে হবে।'
ঠিক একমাস পরে, পরিস্থিতি খতিয়ে দেখতেই, ফের দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
