আজকাল ওয়েবডেস্ক: বান্ধবীর সঙ্গে সোনাঝুরি খোয়াইয়ে ঘুরতে গিয়েছিলেন তরুণী। সেখানে যাওয়াই কাল হল। ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রীর। মৃতের নাম হল, স্নেহা চৌধুরী। বুধবার সকালে বান্ধবীর সঙ্গে ঘুরতে যান সোনাঝুরি খোয়াইয়ে। সেখানেই ট্রাক্টরের ধাক্কায় ঘটে দুর্ঘটনাটি। 

 

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর তড়িঘড়ি দুই পড়ুয়াকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসারত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন স্নেহা চৌধুরীকে। জানা যায়, তাঁর মা-বাবা তীর্থযাত্রা করতে বৃন্দাবন গিয়েছেন। বাবা চঞ্চল চৌধুরী পেশায় একজন ব্যবসায়ী। তাঁরা মিশন কম্পাউন্ডের স্থানীয় বাসিন্দা। স্নেহা চৌধুরী বোলপুর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী। 

 

সোনাঝুরি হাট বিশ্ব প্রসিদ্ধ। যেখানে প্রায়ই দেশ বিদেশ থেকে বহু মানুষের আনাগোনা। সেখানে কীভাবে বালি, পাথর, ইট বোঝাই ট্রাক্টর বেপরোয়াভাবে গাড়ি চালায়, তা ঘিরে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে আরও জানা যায়, নিত্যদিনই দুর্ঘটনা ঘটে থাকে এই এলাকায়। তারপরও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। দূরদূরান্ত থেকে পর্যটকরা আসেন। অথচ ট্রাক্টর অনায়াসে দ্রুত গতিতে বেপরোয়াভাবে চালিয়ে যায়।