আজকাল ওয়েবডেস্ক: ৭ নভেম্বর। নিজের জন্মদিনের সকালে বড় ঘোষণা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির। জানিয়ে দিলেন, ডায়মন্ড হারবারে সাধারণের সুবিধার্থে, শুরু হচ্ছে 'সেবাশ্রয় ২'।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, নিজেই একথা জানিয়েছেন অভিষেক। পোস্টে তিনি লিখেছেন, '
মানবসেবার কর্তব্যকে শিরোধার্য করে, স্বাস্থ্যসেবার মৌলিক অধিকারকে নিশ্চিত করতে আমি ‘সেবাশ্রয়’-এর উদ্যোগ গ্রহণ করেছিলাম। ডায়মন্ড হারবার লোকসভার সকল নাগরিক-সহ বাংলার বিভিন্ন প্রান্তের মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য-পরিষেবা দিতে পেরে আমি অন্তরের অন্তস্তল থেকে খুশি হয়েছিলাম। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের বিশ্বাস, আস্থা ও ভরসার নির্ভরযোগ্য সেবাস্থল হয়ে উঠেছিল ‘সেবাশ্রয়’। কথা দিয়েছিলাম, আবারও এই ‘সেবাশ্রয়’ ফিরবে।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল নাগরিকের সেবার্থে আবারও শুরু হচ্ছে ‘সেবাশ্রয় ২’। ১ ডিসেম্বর, ২০২৫ থেকে ‘সেবাশ্রয় ২’-এর স্বাস্থ্য শিবিরগুলি চলবে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভা জুড়ে চলবে মেগা ক্যাম্প। স্বাস্থ্য শিবিরগুলি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে। সাধারণ মানুষের সেবা এবং আর্ত-দুঃস্থ মানুষের আশ্রয় - এই আদর্শকে পাথেয় করেই দ্বিতীয়বারের 'সেবাশ্রয়' ফিরছে আপনাদের জন্য।
সকলের সুস্বাস্থ্য, আমাদের অঙ্গীকার।'

ইতিমধ্যেই সামনে এসেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা ভিত্তিক সেবাশ্রয়-২ শিবিরের সময়সূচিও-
১-৭ ডিসেম্বর- মহেশতলা বিধানসভা।
৮-১৪ ডিসেম্বর- মেটিয়াবুরুজ বিধানসভা।
১৫-২১ ডিসেম্বর- বজবজ বিধানসভা।
২২-৩০ ডিসেম্বর- বিষ্ণুপুর বিধানসভা।
২-৮ জানুয়ারি- সাতগাছিয়া বিধানসভা।
৯-১৫ জানুয়ারি- ফলতা বিধানসভা।
১৬-২২ জানুয়ারি- ডায়মন্ড হারবার বিধানসভা। এছাড়াও ক্যাম্প চলবে জানুয়ারির শেষ এক সপ্তাহ জুড়ে। ২৪ থেকে ৩০ জানুয়ারি, ডায়মন্ড হারবার লোকসভার, সকল বিধানসভা কেন্দ্রে মডেল স্বাস্থ্য শিবিরে মেগা ক্যাম্প হবে বলে জানা গিয়েছে শিবির সূচিতে।

এককথায়, নিজের জন্মদিনে, নিজের লোকসভা কেন্দ্রকেই বড় উপহার অভিষেকের। আবার ২০২৬-এর বিধানসভা ভোটের আগে, সেবাশ্রয় পুনরায় শুরু হওয়া বেশ তাৎপর্যপূর্ণও।
