আজকাল ওয়েবডেস্ক: ছটপুজো উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় মোকাবিলায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল শিয়ালদা বিভাগ। উৎসবের মরশুমে টিকিটের চাহিদা ব্যাপক। পাশাপাশি, যাত্রীদের নির্বিঘ্ন, আরামদায়ক ও নিরাপদ যাত্রার অভিজ্ঞতা নিশ্চিত করতে এবারে একাধিক আধুনিক ব্যবস্থা গ্রহণ করেছে।
এই বছর ছটপুজো উপলক্ষ্যে শিয়ালদা বিভাগের তরফে রেকর্ড সংখ্যক ১৪৬টি বিশেষ ট্রেন চালানো হচ্ছে। গত বছর যেখানে ৮২টি বিশেষ ট্রেন চলেছিল, এবারে সেই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এতে কলকাতা ও শিয়ালদা থেকে যাত্রা করা হাজার হাজার যাত্রী উপকৃত হবেন। দেশজুড়ে ভারতীয় রেলওয়ে এই বছর মোট ১২,০০০টি বিশেষ ট্রেন চালাচ্ছে, যা গত বছরের ৭,৭২৪টির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
যাত্রীদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে রাখতে শিয়ালদা বিভাগের তরফে তৈরি করা হয়েছে একটি অত্যাধুনিক ওয়ার রুম, যা ২৪ ঘণ্টা বিভাগীয় স্টেশনগুলির ভিড়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রায় ২,২০০টি সিসিটিভি ক্যামেরা থেকে পাওয়া লাইভ ফুটেজের মাধ্যমে প্রশিক্ষিত কর্মীরা রিয়েল-টাইমে নজরদারি করছেন।
স্টেশনগুলিতে নির্ধারিত প্রবেশ ও প্রস্থান পথ চালু করা হয়েছে, যাতে যাত্রী চলাচল আরও সংগঠিত হয়। পাশাপাশি, রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) কর্মীরা জেনারেল বিভাগের যাত্রীদের সারিবদ্ধভাবে ওঠানামার ব্যবস্থা নিশ্চিত করছেন, যাতে বিশৃঙ্খলা এড়ানো যায়।
যাত্রীদের সুবিধার জন্য প্ল্যাটফর্ম পরিবর্তন ও ট্রেনের সময়সূচি সংক্রান্ত তথ্য দ্রুত প্রচারের ব্যবস্থা করা হয়েছে মাইক্রোফোন ও ঘোষণার মাধ্যমে। এছাড়া, অতিরিক্ত বুকিং কাউন্টার খোলা হয়েছে এবং ইউটিএস মোবাইল অ্যাপের ব্যবহারের মাধ্যমে ডিজিটাল টিকিটিংকে উৎসাহ দেওয়া হচ্ছে।
শিয়ালদা বিভাগের ডিআরএম রাজীব সাক্সেনা বলেন, ‘এই ছটপুজোয় আমাদের মূল লক্ষ্য প্রতিটি যাত্রীর নিরাপদ ও আনন্দদায়ক যাত্রা নিশ্চিত করা। বিশেষ ট্রেন পরিষেবা বৃদ্ধি, আধুনিক ওয়ার রুম এবং আরপিএফের সক্রিয় ভূমিকার মাধ্যমে আমরা উৎসবকালীন ভিড় সামলাতে সম্পূর্ণ প্রস্তুত।’
