আজকাল ওয়েবডেস্ক:‌ শনিবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। নন্দকুমার মেচেদা জাতীয় সড়কে তমলুকের কুমারগঞ্জ এলাকায় মেচেদাগামী একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারে। ঘটনার মৃত্যু হয় গাড়ির চালক সহ আরও দু’‌জনের। গুরুতর আহত হয় একজন। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে যায় তমলুক থানার পুলিশ। দেহগুলি উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসা হয়।

মৃত চালকের নাম সুদীপ মাইতি (৫২)। বাড়ি নন্দীগ্রাম টু ব্লকের খোদামবাড়ী এলাকায়। গাড়ির ভেতরে থাকা দুই যাত্রী চণ্ডীপুরের বাসিন্দা দেবাশিস দাস ও কমলা পালেরও মৃত্যু হয়। সংঘর্ষের জেরে মারুতি গাড়িটি এতটাই ক্ষতিগ্রস্ত ‌হয়ে যায় যে স্থানীয়রা কোনওভাবেই যাত্রীদের গাড়ি থেকে বের করতে পারেনি। তমলুক থানার পুলিশ গিয়ে যাত্রীদের উদ্ধার করে। তিনজন মারা যাওয়ার পাশাপাশি গুরুতর আহত অবস্থায় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন মহিষাদলের বাসিন্দা মমতা দাস। জানা গিয়েছে যাত্রীরা কলকাতায় চিকিৎসার জন্য যাচ্ছিলেন। শনিবার সকাল প্রায় পৌনে ছটা নাগাদ তমলুকের কুমারগঞ্জ এলাকায় মারুতি ভ্যানের ডান দিকের পেছনের চাকাটি ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারের পেছনে ধাক্কা মারে। সাতসকালে এমন দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।