আজকাল ওয়েবডেস্ক: এবার দূরপাল্লার ট্রেনগুলিতে বসতে চলেছে সিসিটিভি ক্যামেরা। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ বলে জানিয়েছে রেল। এবিষয়ে কাজ চলছে পুরোদমে। খুব শীঘ্রই যাত্রীবাহী দূরপাল্লার ট্রেনগুলিতে এই ক্যামেরা বসানো হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। গোটা দেশ জুড়েই এই পরিকল্পনা গ্রহণ করেছে রেল।

এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বেদপ্রকাশ বলেন, ‘‌যাত্রীদের নিরাপত্তার খাতিরেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেসে আগেই বসানো হয়েছে সিসি ক্যামেরা। এবার রাজধানী, শতাব্দী–সহ অন্যান্য দূরপাল্লার ট্রেনেও এই ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকী লালগোলা ফাস্ট প্যাসেঞ্জার বা এই ধরনের যে ট্রেনগুলি আছে সেই সমস্ত ট্রেনেও সিসি ক্যামেরা বসানো হবে। এই বিষয়ে কাজও শুরু হয়ে গিয়েছে।’‌ 

কোচ পিছু ঠিক কতগুলি ক্যামেরা বসানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‌প্রতিটি কামরার দরজার দু’‌দিকে ক্যামেরা বসবে। যদি কোনো কামরার দুটি দরজা থাকে তবে দুটি দুটি করে চারটি ক্যামেরা বসানো হবে। তবে কামরার মধ্যে আপাতত কোনো ক্যামেরা বসানো হচ্ছে না। দরজায় ক্যামেরা বসানোর পিছনে উদ্দেশ্য হল কারা কামরার ঢুকছেন বা বেরোচ্ছেন সেটা নজরে রাখা। ক্যামেরার ‘‌ফিড’‌ পাঠানো হবে আরপিএফ–এর কাছে। তাঁরা পরিস্থিতির উপর নজর রাখবেন।’‌ ঠিক কবে থেকে এই বসানোর কাজটা শুরু হবে সেই বিষয়টি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে মুখ্য জনসংযোগ আধিকারিক জানান। তাঁর কথায়, কাজ শুরু হয়ে গিয়েছে। চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্পন্ন করার। 

তবে দূরপাল্লার ট্রেনে সিসি ক্যামেরা বসানো হলেও লোকাল ট্রেনের কামরায় এই মুহূর্তে এই ক্যামেরা বসানোর কোনও পরিকল্পনা তাঁর জানা নেই বলেই বেদপ্রকাশ জানিয়েছেন।