আজকাল ওয়েবডেস্ক: তুমুল বৃষ্টিতে রাস্তাঘাটে জল জমে। জমা জল এড়াতে গিয়ে রেললাইন ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন তিন ফল বিক্রেতা। মাঝপথেই ঘটল বিপত্তি। পিছন থেকে যে লোকাল ট্রেন ছুটে আসছে, তা টের পাননি কেউ। চলন্ত ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেল তিনজনের দেহ। মর্মান্তিক দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাঁশকুড়ায়।
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে সাড়ে ন'টা নাগাদ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রঘুনাথবাড়ি স্টেশন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঘুনাথবাড়ি স্টেশনে নেমে পাঁশকুড়া-হলদিয়া লাইন ধরে বাড়ি ফিরছিলেন তিনজন ফল বিক্রেতা। পাঁশকুড়া-দিঘা লাইনে রেললাইন পেরনোর সময় হলদিয়া লোকালে কাটা পড়ে মৃত্যু হয় তিনজনের। ঘটনাস্থলে দু'জনের মৃত্যু হয়। পরে আরেকজনের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে দু'জন হলেন জয়দেব সাঁতরা (৫৭) এবং রিঙ্কু ভৌমিক (৪৯)। মৃত আরেকজনের নাম, বয়স জানা যায়নি। তাঁদের দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে তদন্ত জারি রেখেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় 'ডানা'র বৃষ্টির জেরে গত কয়েকদিন ধরেই এলাকায় জল জমে রয়েছে। সেই পথ এড়াতে গিয়ে রেললাইন ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনজনে। কালীপুজোর আগেই একসঙ্গে তিনজনের মৃত্যুতে শোরগোল পড়েছে এলাকায়।
