আজকাল ওয়েবডেস্ক: দশমীর রাতে মদ খেয়ে চুর! টলে পড়ে যাচ্ছেন ট্রাফিক ইন্সপেক্টর! তাঁর আচরণে ক্ষুব্ধ স্থানীয়রা। চলল মারধরও। শ্রীরামপুরের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।। যার জেরে সরিয়ে দেওয়া হল ট্রাফিক ইন্সপেক্টরকে।
জানা গেছে, দশমীর রাতে শ্রীরামপুর বটতলায় ডিউটি করছিলেন শ্রীরামপুরের ট্রাফিক ইন্সপেক্টর। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। একটি ভিডিও ভাইরাল হয়েছে তাঁকে নিয়ে। যেখানে দেখা যাচ্ছে সোজা হয়ে দাঁড়াতে পারছেন না তিনি। টলে পড়ে যাচ্ছেন। উত্তেজিত জনতা এই দৃশ্য দেখে তাঁকে মারধর করে বলে অভিযোগ। অন্য পুলিশ কর্মীরাই তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। আর এই ঘটনা সামনে আসতেই টিআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় চন্দননগর পুলিশ।
সূত্রের খবর ওই ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে।
আরও পড়ুন: বিসর্জনের সুরে সাময়িক বিরতি, উত্তরবঙ্গ মাতল দেবী ভান্ডানি দুর্গার আগমনে...
পাশাপাশি মারধরের ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক। এই ঘটনা প্রসঙ্গে এসএফআই হুগলি জেলা কমিটির সম্পাদক অর্ণব দাস বলেন, যারা আইনের রক্ষক তারাই আইন ভাঙছে। পুলিশের উর্দি পড়ে মদ্যপ অবস্থায় ডিউটি করছে। এর তীব্র ধিক্কার জানাচ্ছি। সমাজটা কোথায় যাচ্ছে।
বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে শ্রীরামপুরের একজন ট্রাফিক পুলিশ আধিকারিক মদ্যপ অবস্থায় ডিউটি করছিলেন। এটা পুলিশ প্রশাসনের দেখা উচিত বিশেষ করে ওই পুলিশ অফিসারের কাউন্সেলিং করা দরকার। যারা রক্ষক তাদেরই যদি এমন অবস্থা হয় কাদের উপর ভরসা করবে। একজন পুলিশ কর্মীর জন্য গোটা পুলিশের বদনাম হয়।
তৃণমূল যুব কংগ্রেসের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী বলেন, এত বড় একটা উৎসব পুলিশের জন্যই এত সুন্দর ভাবে হয়েছে। কোনও মানুষকে অসুবিধায় পড়তে হয়নি। পুলিশ নিরাপত্তা দিয়েছে। একজন পুলিশ কর্মীর জন্য গোটা পুলিশের বদনাম ঠিক নয়। আইন নিজের হাতে তুলে নেবেন না। পুলিশের উপর ভরসা রাখুন।
