আজকাল ওয়েবডেস্ক: হঠাৎই বিকট আওয়াজ। আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে এলেন। যা দেখলেন তাতে মাথায় হাত। এক বাড়ির কিছু অংশ উড়ে গিয়েছে। সঙ্গে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়ার বিনসে গ্রামে। 

 

 

 

খবর ছড়াতেই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিকভাবে অনুমান গ্যাস সিলিন্ডার ফেটেই হয় বিস্ফোরণ। মৃত ব্যক্তির নাম বিপদতারণ বাগদি। জানা গিয়েছে, যে বাড়িতে বিস্ফোরণ হয় সেটি এক সিভিক ভলান্টিয়ারের। বিস্ফোরণে ভেঙেছে বাড়ির জানালা দরজার কাচও। এলাকার লোকজনের অভিযোগ, ঐ সিভিক ভলান্টিয়ার এর বাড়িতে বেলুনে গ্যাস ভরার কাজ চলত। যিনি মারা গিয়েছেন, তিনিও ঘটনার সময় বেলুনে গ্যাস ভরছিলেন। তখনই ঘটে বিস্ফোরণ। 

 

 

 

ঘটনাস্থলে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। সিভিক ভলান্টিয়ার দুর্গাপ্রসাদ ভট্টাচার্যের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ঘটনার পর বহুক্ষণ বাড়ির ভেতরেই ছিলেন দুর্গাপ্রসাদ। তিনি বেরোতেই গ্রামবাসীরা তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। 

 

 

গ্রামবাসীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই বেআইনিভাবে বেলুনে গ্যাস ভরার কাজ করতেন সিভিক ভলান্টিয়ার। এরপর সেই গ্যাস ভর্তি বেলুন বাইরে বিক্রি করতেন দুর্গাপ্রসাদ ভট্টাচার্য। যিনি মারা গিয়েছেন, তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। তাঁর ছিল না কোনও উপযুক্ত প্রশিক্ষণ। তারপরেও কী করে তাঁকে দিয়ে বেআইনিভাবে গ্যাস ভর্তি করানো হত সেই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন বাসিন্দারা। তাদের অভিযোগ, একজন সিভিক ভলান্টিয়ার হয়ে কীভাবে এই ধরনের কাজ করতে পারেন একজন মানুষ। গ্রামবাসীদের দাবি, দুর্গাপ্রসাদ ভট্টাচার্যকে শাস্তি দিতে হবে। বীরভূমের বিশাল পুলিশবাহিনী চেষ্টা করছে পরিস্থিতি সামাল দেওয়ার।