আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে গুলি করে খুন যুবক। আজ, বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দত্তপাড়া বড়পোলের কাছে। মৃত যুবকের নাম, এসারুল গাজী। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দু'টি মোটরসাইকেলে চেপে ছ'জন দুষ্কৃতী এসে এক মোটরবাইক চালককে গুলি করে প্রকাশ্যে। গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবক পালিয়ে রাস্তার ধারে একটি বাড়িতে ঢুকে পড়েন। সেখানেই অচৈতন্য হয়ে পড়ে যান। যুবককে উদ্ধার করে স্থানীয়রা সারাপুর হাসপাতালে নিয়ে যান‌। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

জানা গেছে, মৃত যুবকের গায়ে থাকা জ্যাকেট খুলে নিয়ে পালায় দুষ্কৃতীরা। পুলিশের অনুমান, সীমান্তবর্তী এলাকায় পাচারকারীদের সঙ্গে যুক্ত রয়েছে ওই দুষ্কৃতীরা ও মৃত যুবক। তাদের মধ্যে পাচার সংক্রান্ত বিষয় নিয়ে গন্ডগোলের জেরে এই ঘটনাটি ঘটেছে। যুবকের জ্যাকেটের মধ্যে কিছু জিনিস লুকানো ছিল। তার জন্যেই সম্ভবত জ্যাকেটটি নিয়ে পালিয়ে যায়।