আজকাল ওয়েবডেস্ক: চালু হওয়ার পর থেকেই পরিষেবা সুপারহিট। সেই পরিষেবা আরও বড় সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর রেল। তাই শিয়ালদহ-কল্যাণী শাখায় নতুন এসি লোকাল পরিষেবার সূচনা করা হল। ৪ ডিসেম্বর থেকে মিলবে এই পরিষেবা। এর পাশাপাশি, শিয়ালদহ–কৃষ্ণনগর এসি লোকাল পরিষেবা এখন থেকে সপ্তাহে সাত দিনই মিলবে। এছাড়াও বিবাদী বাগ থেকে কল্যাণী পর্যন্ত একটি নন-এসি ট্রেন পরিষেবাও চালু করতে চলেছে পূর্ব রেল।

মঙ্গলবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগ শিয়ালদহ–কল্যাণী রুটে নতুন এয়ার-কন্ডিশন্ড (এসি) ইএমইউ লোকাল ট্রেন পরিষেবা চালু করতে চলেছে এবং শিয়ালদহ– কৃষ্ণনগর শাখায় এসি লোকাল পরিষেবার দিন বৃদ্ধি করতে চলেছে। শিয়ালদহ–কল্যাণী রুটে পরিষেবা ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে। ৭ ডিসেম্বর থেকে শিয়ালদহ–কৃষ্ণনগর রুটে রবিবারও পরিষেবা চালু থাকবে। এর ফলে প্রতিদিন হাজার হাজার যাত্রী আরামদায়ক ও সুবিধাজনক পরিষেবা পাবেন।

শিয়ালদহ–কল্যাণী নতুন এসি ইএমইউ পরিষেবা সোমবার থেকে শনিবার অর্থাৎ সপ্তাহে ৬ দিন মিলবে। গাড়ি সংখ্যা নম্বর ৩১৩৪৭ শিয়ালদহ–কল্যাণী এসি লোকাল শিয়ালদহ থেকে রওনা দেবে বিকেল ৩টে ৩৫ মিনিটে এবং কল্যাণী পৌঁছবে বিকেল ৪টে ৫২ মিনিটে। ৩১৩৪৪ কল্যাণী-শিয়ালদহ এসি লোকাল কল্যাণী থেকে রওনা দেবে বিকেল ৫টা ০২ মিনিটে এবং শিয়ালদহ পৌঁছবে বিকেল ৬টা ২০ মিনিটে।

রেল আরও জানিয়েছে, শিয়ালদহ–কৃষ্ণনগর এসি পরিষেবা আগে নির্দিষ্ট কয়েকদিন চললেও এখন থেকে রবিবারেও চলবে। ৭ ডিসেম্বর থেকে অতিরিক্ত পরিষেবা কার্যকর হতে চলেছে। ৩১৮৪৭ শিয়ালদহ–কৃষ্ণনগর এসি লোকাল প্রতি রবিবার শিয়ালদহ থেকে রওনা দেবে সকাল ১১টা ৫৫ মিনিটে এবং কৃষ্ণনগর পৌঁছবে দুপুর ২টো ১১ মিনিটে। ৩১৮৪৮ কৃষ্ণনগর-শিয়ালদহ ডাউন এসি লোকাল কৃষ্ণনগর থেকে রওনা দেবে বিকেল ৪টে ০৫ মিনিটে এবং শিয়ালদহ পৌঁছবে বিকেল ৬টা ২০ মিনিটে। এটি বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচড়াপাড়া, কল্যাণী, চাকদহ ও রানাঘাট স্টেশনে স্টপেজ দেবে।

এছাড়াও কল্যাণী পর্যন্ত একটি নতুন নন-এসি ইএমইউ পরিষেবা চালু করতে চলেছে পূর্ব রেল। নতুন এসি পরিষেবার পাশাপাশি বিবাদী বাগ থেকে একটি নন-এসি লোকাল এখন থেকে কল্যাণী পর্যন্ত চলবে।

রেল জানিয়েছে, নতুন পরিষেবা ও বিদ্যমান পরিষেবা মিলিয়ে, কল্যাণী অভিমুখে এখন সপ্তাহে সাত দিনেই মোট তিনটি এসি লোকাল পরিষেবা থাকবে, যা যাত্রী, ভক্ত এবং রোগীদের ভ্রমণকে আরও সুবিধাজনক করে তুলবে। এই নতুন পরিষেবা বাহ্যিক তাপ ও আর্দ্রতা থেকে সুরক্ষিত, দ্রুত ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করবে। শিয়ালদহ–কল্যাণী ও শিয়ালদহ–কৃষ্ণনগর রুটে সীমিত স্টপেজ থাকায় যাত্রার সময়ও কমবে। এই এসি লোকাল পরিষেবা দীর্ঘদিনের জনতার দাবি পূরণ করবে এবং ব্যস্ততম রুটগুলিতে আরামদায়ক ও প্রিমিয়াম ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করবে। পরিষেবাটি বিশেষভাবে উপকার দেবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, এইমস কল্যাণীতে চিকিৎসার জন্য যাতায়াতকারী রোগীদের, কল্যাণী সংলগ্ন শিল্প, প্রশাসনিক ও বাণিজ্যিক এলাকায় যাতায়াতকারী কর্মজীবী মানুষদের, যারা ভিড় কম, নির্ভরযোগ্য এবং আরামদায়ক পরিষেবা আশা করেন।