আজকাল ওয়েবডেস্ক:‌ টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। কিছুদিন আগেই ভয়াবহ বৃষ্টি ও ধসের জেরে বহু মানুষের প্রাণ গিয়েছিল। আর এবার ফের বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। যে সড়ক বাংলা ও সিকিমের মধ্যে ‘‌লাইফলাইন’‌ হিসেবে পরিচিত। জানা গেছে, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মেরামতির কারণে বন্ধ রাখা হবে ওই সড়কে যান চলাচল। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই নির্দেশিকা জারি করেছে।


প্রসঙ্গত, টানা বৃষ্টির জেরে একেবারে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক রাস্তা। তার মধ্যে রয়েছে শিলিগুড়ি–সিকিমের সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কও। প্রশাসন সূত্রে খবর, ২৯ মাইল থেকে গেলখোলা পর্যন্ত জাতীয় সড়কের একাধিক জায়গায় রাস্তা ধসে গিয়েছে। সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই দুর্ভোগ বাড়বে পর্যটকদের। যদিও ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করছে কালিম্পং জেলা প্রশাসন। আলগাড়া, গরুবাথান দিয়ে যাতায়াত করবে সিকিমগামী সমস্ত গাড়ি। পাশাপাশি দার্জিলিং থেকে কালিম্পংয়ের রাস্তাও খোলা রয়েছে।


প্রশাসনিক সূত্রে খবর, গেলখোলা এলাকায় ‘সিঙ্কহোল’ তৈরি হয়ে সড়কের নীচের স্তর ভেঙে গিয়েছে। ধস নেমেছে ২৯ মাইলেও। প্রশাসনের এই সিদ্ধান্তে অবশ্য অনেকেই বিরক্ত। এটা ঘটনা, শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছাতে যেখানে সাড়ে চার ঘণ্টা লাগে, সেখানে এখন বাগরাকোট–লাভা–আলগাড়া বা গরুবাথান হয়ে একই দূরত্ব যেতে সময় লাগবে ছ’ঘণ্টার বেশি। তিস্তা বাজার, পেশক রোড বা কালীঝোরা ঘুরপথ হলেও সে পথে ভারী যানবাহনের চলাফেরা কার্যত অসম্ভব। আর তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকেই তাকিয়ে রয়েছেন পর্যটকরা।