আজকাল ওয়েবডেস্ক : ফের সংবাদ শিরোনামে নন্দীগ্রাম। সেখানে গোকুলনগরে এক গৃহবধূকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠল। জানা গিয়েছে ৩০০ মিটার দৌড় করান হয়েছে তাঁকে। অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর সহ এলাকার একজন বিজেপি কর্মীদের বিরুদ্ধে।
গৃহবধুর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রামে এই ধরনের ঘটনায় সরব হয়েছে তৃণমূল। যদিও এই ঘটনাটি সম্পূর্ণ পারিবারিক বলে দাবি করেছে বিজেপি।
গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের অস্তিত্ব নেই বলে দাবি বিজেপির। যিনি অভিযোগ করেছেন তিনিও বিজেপি করেন আর যিনি অভিযুক্ত তারাও বিজেপি করেন এটাকে সমর্থন করি না এমনটাই বলছেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা।
পুলিশ একজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা রয়েছে।
