আজকাল ওয়েবডেস্ক: ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের এক রেসিডেন্ট ডাক্তারের মৃত্যুর ঘটনায় রহস্য। বৃহস্পতিবার ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের ওই চিকিৎসক দীপ্র ভট্টাচার্যর মৃতদেহ উদ্ধার করা হয় তাঁর ফ্ল্যাট থেকে। পুলিশ সূত্রে খবর, মৃতদেহের পাশে পাওয়া গেছে একটি সিরিঞ্জ এবং সুইসাইড নোট। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।
তবে, মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। জানা গিয়েছে, দীপ্র ভট্টাচার্য নামে ওই চিকিৎসক ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের অ্যানেস্থেশিয়া বিভাগে কর্মরত। চাকরিসূত্রে একাই থাকতেন ঝাড়গ্রামের ঘোড়াধরা এলাকার একটি ফ্ল্যাটে। তাঁর স্ত্রী এবং পরিবার অন্যত্র বসবাস করতেন। সূত্রের খবর, এদিন, অনেকবার চেষ্টা করেও দীপ্রর স্ত্রী তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তাতেই তাঁর সন্দেহ হয়। তিনি দ্রুত ফ্ল্যাটে ছুটে যান। কিন্তু অনেকবার ডাকাডাকি করেও কোন সাড়া মেলেনি।
পরে দরজা ভাঙতেই উদ্ধার হয় দীপ্রর মৃতদেহ। পাশেই পড়ে ছিল একটি সুইসাইড নোট এবং সিরিঞ্জ। ওই চিকিৎসকের মৃত্যুর ঘটনাকে একাধিক বিষয় সামনে উঠে এসেছে। শোনা যাচ্ছে, স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে কিছু টানাপোড়েন চলছিল দীপ্রর। আবার জানা গিয়েছে, হাসপাতালে থ্রেট কালচার নিয়েও বেশ চিন্তিত ছিলেন তিনি। তবে মৃত্যুর পেছনে স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, থ্রেট কালচার নাকি অন্য কোনও কারণ রয়েছে তা এখনও পরিষ্কার নয়। ইতিমধ্যেই, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
