আজকাল ওয়েবডেস্ক: ফের বড়সড় দুর্ঘটনা এড়াল ভারতীয় রেল। রবিবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কার খোদাবন্তপুর এলাকায় চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেল একটি মালগাড়ির বেশ কয়েকটি বগি। এর ফলে জঙ্গিপুর থেকে ফরাক্কাগামী লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে রেলের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে মালগাড়ির ইঞ্জিনটিকে আবার পেছনের দিকে নিয়ে গিয়ে খুলে যাওয়া বগিগুলোর সাথে ইঞ্জিনের সাথে সংযুক্ত বগিগুলোর জোড়া লাগিয়ে মালগাড়িটি ফরাক্কার দিকে রওনা করেন। তারপর ওই লাইন দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে ওই মাল গাড়িটি বেশ দ্রুতগতিতেই খোদাবন্তপুর এলাকা পেরিয়ে যাচ্ছিল। সেই সময় হঠাৎই স্থানীয় লোকজন দেখতে পান প্রায় অর্ধেক সংখ্যক বগি বিচ্ছিন্ন হয়ে পেছনে পড়ে গেছে। ঘটনাটি বুঝতে পেরেই কিছুদূর গিয়ে চালক মালগাড়িটি থামিয়ে দেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী তথা স্থানীয় তৃণমূল নেতা সাইদুল ইসলাম বলেন, মালগাড়িটি বেশ দ্রুতগতিতে ডাউন লাইন ধরে জঙ্গিপুর থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল। সেই সময় মালগাড়ির মাঝের অংশে কোনও যান্ত্রিক ত্রুটির জন্য মালগাড়ির প্রায় অর্ধেক সংখ্যক বগি মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পেছনে পড়ে যায়। বাকি বগিগুলো নিয়ে মালগাড়ির ইঞ্জিন সামনে এগিয়ে যায়।
তৃণমূল নেতা অভিযোগ করেন, ভারতীয় রেলে ঠিকমতভাবে রক্ষণাবেক্ষণের কাজ না হওয়ায় এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। স্থানীয় সূত্রে জানা গেছে- মালগাড়ির বগিগুলো বিচ্ছিন্ন হয়ে খোদাবন্তপুর এলাকায় যেখানে দাঁড়িয়ে পড়েছিল সেখানে একটি 'অবৈধ' রেলগেট রয়েছে। সেখান দিয়ে রোজ প্রচুর সংখ্যক মানুষ যাতায়াত করেন। হঠাৎ করেই মালগাড়ির বগিগুলো বিচ্ছিন্ন হয়ে সেখানে দাঁড়িয়ে পড়ায় গ্রামে যানজট তৈরি হয় এবং সাধারণ মানুষ রেলগেট পেরিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অসুবিধার মুখে পড়েন।
