মিল্টন সেন, হুগলি,২৭ জুলাই: ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে সম্প্রতি সরব হয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। প্রকাশ্য সভায় প্রধান মন্ত্রীকে কটাক্ষ। বাঙালিদের হেনস্থা ও এফআইআর প্রসঙ্গে কল্যাণ ব্যানার্জি মন্তব্য করেছেন, নরেন্দ্র মোদির বায়োলজিক্যাল জন্ম হয়নি। তাঁকে "পুষব্যাক" করে দেব-দেবীদের কাছে পাঠিয়ে দেওয়া উচিৎ।  

রবিবার উত্তরপাড়ার মাখলায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই কথা বলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি । তিনি আরও বলেন, যারা বাংলাকে ছোট করবে, বাংলা ভাষাকে ছোট করবে, তাদেরকে আমরা কখনও কোনওভাবে মেনে নিতে পারব না। আমরা সব ধর্ম জাতি এবং সব ভাষাভাষীর মানুষকে শ্রদ্ধা করি। কিন্তু আমাদের বাংলা ভাষাকে কেউ যদি ছোট করতে চায়, বাংলা ভাষায় কথা বললে কাউকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে তার বিরুদ্ধে আমরা অবিলম্বে গর্জে উঠবো।

বাংলা আমার দীপ্ত স্লোগান। এই স্লোগানের মধ্য দিয়ে আমরা বড় হয়েছি। বাংলা ভাষাকে সহ্য না করতে পারলে, থাকবেন না এখানে। কীসের স্পেশাল ইনটেনসিভ রিভিউ। আমি যদি বাড়িতে না থাকি আমার ভোটার লিস্টে নাম উঠবে না। এটা কি ধরণের কথা। প্রশ্ন ছোড়েন সাংসদ। নরেন্দ্র মোদি নিজেকে বলেছিলেন যে নরেন্দ্র মোদি বায়োলজিক্যাল সন্তান নন, বরং তিনি স্পিরিচুয়াল সন। কারণ বায়োলজিক্যালি তাঁর জন্ম হয়নি। 

এই প্রসঙ্গে সাংসদ কল্যাণ ব্যানার্জি কটাক্ষ করে বলেন মা কালিরও বায়োলজিক্যালি জন্ম হয়নি। মা কালি কি ইন্ডিয়ান সিটিজেন? না শিব ইন্ডিয়ান সিটিজেন? না শ্রী রাম ইন্ডিয়ান? যদি নরেন্দ্র মোদির বায়োলজিক্যাল জন্মই না'ই হয়ে থাকে তাহলে নরেন্দ্র মোদি ইন্ডিয়ান সিটিজেন নয়। কি করে ওনার নাম ভোটার লিস্টে হবে। তাহলে তাঁকে পুশব্যাক করে দেব দেবীদের কাছে পাঠিয়ে দেয়া উচিৎ। তিনি আরও বলেন অদ্ভুত এক দেশ চলছে। অদ্ভুত এক দেশে আছি আমরা। 

আরও পড়ুনঃ গোপনে কলেজ ল্যাবরেটরিতে ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত ফাঁস! অধ্যাপকের ভিডিও ভাইরালে রাজ্যজুড়ে শোরগোল

এ বিষয়ে বলতে গিয়ে তিনি যোগ করে বলেন, ভোটাররা সরকার ঠিক করে। এখন সমস্তটা উল্টে গিয়েছে। নরেন্দ্র মোদির সরকার বলছে আমি ঠিক করে দেব কারা ভোটার হবে, না হবে। উনি ঠিক করবেন কে ভোটার হবে কি না হবে।

বিজেপির লোক আর বিজেপির সঙ্গে যারা রয়েছে তাদের ছাড়া কাউকে ভোটার রাখবে না। নির্বাচন কমিশনেও তাই। বিজেপির পার্টি অফিস থেকে মুছলেখা নিয়ে এসো তবে তোমার নাম ভোটার লিস্টে থাকবে। এসব মেনে নেওয়া যাবেনা। এর বিরুদ্ধে গর্জে উঠতে হবে আমাদের। সারা বাংলা, এমনকি সারা ভারত বর্ষ ব্যাপী আন্দোলন করতে হবে আমাদের। স্বাধীনতা যুদ্ধে বাঙালিরা এক নম্বর জায়গায় ছিল। বাঙলিদের পর ছিল পাঞ্জাবিরা। আমরা কোনওরকম লাল চোখ সহ্য করব না। 'নরেন্দ্র মোদি জি জেনে রাখুন বাঙলিদের রোষেই কিন্তু আপনাকে প্রধানমন্ত্রী পদ থেকে সরে যেতে হবে।' বলেন সাংসদ কল্যাণ৷

আরও পড়ুনঃ 'বয়ানে অসঙ্গতি'! চলন্ত গাড়িতে ধর্ষণের অভিযোগ তিন অভিযুক্তের বিরুদ্ধে, পুলিশি তদন্তে ঘটনার নয়া মোড়, জানুন...

আরও পড়ুনঃ বাবার সঙ্গে হাসপাতালে যাচ্ছিল ডাক্তার দেখাতে, আচমকা বেপরোয়া বিএমডব্লিউ পিষে দিল পাঁচ বছরের শিশুকে! এক