আজকাল ওয়েবডেস্ক: শুনশান গভীর রাত। ঘুমিয়ে ছিল পাড়া। সেই সুযোগে এবার দুয়ারে চোর। সরকারি প্রকল্পের কল আর মিটার চুরি করে নিল চোরেরা। একটা বা দুটো নয়,গোটা পাড়ার দশজনেরও বেশি বাড়িতে এই হাতসাফাই করে হাওয়া হয়ে গেল চোরের দল।
রবিবার একাধিক বাড়ি থেকে পানীয় জলের কল ও কলের যন্ত্রাংশ চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বর্ধমান শহরের ২৬ নং ওয়ার্ডের লাকুর্ডি খ্রিস্টান পাড়া এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এলাকার একাধিক বাড়ি থেকেই চুরি গেছে 'অম্রুত' প্রকল্পের কল ও মিটার। প্রথমে বৃহস্পতিবার রাত্রে এলাকায় বেশ কয়েকটি বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
বাড়ির লোক কিছুমাত্র সাড়াশব্দ পাননি। পরের দিন সকালে উঠে তাঁরা দেখেন কল ও মিটার চুরি হয়ে গিয়েছে। অবশ্য এই চোর কিছুটা হলেও 'মানবিক'। বাক্সটা নিয়ে যায়নি।
উপভোক্তা ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখেন শুধু মিটারের বাক্সটা পড়ে রয়েছে। এরপর রবিবার রাতে আবারও পরপর বেশ কয়েকটি বাড়িতে একই ঘটনা ঘটে।
এইভাবে একের পর এক বাড়ি থেকে পানীয় জলের কল ও মিটার চুরির যাওয়ার ঘটনায় স্বভাবতই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। কল চুরির বিহিত চান এলাকার বাসিন্দারা। তাঁদের কথায়, এমন জিনিস চুরি হচ্ছে যা 'জরুরি' পরিষেবার মধ্যে পড়ে।
ফলে সকালে উঠে অসুবিধায় পড়তে হচ্ছে বলেই জানিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই এই চুরি নিয়ে জানানো হয়েছে পুলিশকে। তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। আশেপাশের হার্ডওয়্যার দোকানে জানতে চাওয়া হচ্ছে এইরকম জিনিস বিক্রি করতে কেউ এসেছিল কি না।
এলাকার বাসিন্দা চিন্ময়ী রায় জানান, 'পরপর দুবার একই ঘটনা ঘটল। রাতের বেলায় চুরি করে চম্পট দিচ্ছে চোরেরা। আমরা এখন চিন্তায় আছি। আগে এমন হয়নি।'
আর এক বাসিন্দা টুম্পা পরামানিক জানান, 'সকালে উঠে দেখি কল চুরি হয়ে গেছে। শুধু নীল বাক্স রয়ে গেছে। এটা অম্রুত প্রকল্পের কল। জল পড়ে নষ্ট হচ্ছিল। মোট ১০ টি বাড়িতে এমন চুরি হয়েছে।'
