আজকাল ওয়েবডেস্ক: বোনের ওপর অত্যাচারের প্রতিবাদ করায় দিদিকে ধারাল অস্ত্র দিয়ে কোপাল এক যুবক। এই ঘটনার পরেই অভিযুক্তরা পলাতক। তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে বেলঘরিয়া থানার অন্তর্গত ৪নং রেলগেটের নিকট লালিকুঠি এলাকায়। পিয়ালি মণ্ডল নামে এক তরুণী তাঁর বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বোনের বাড়িতে আসার সময় পিয়ালীকে পাশের বাড়ির দুই ভাই রাজা ও রাজু অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। পিয়ালী তার প্রতিবাদ করেন। বোন প্রিয়াঙ্কা বাল্মিকীর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরেই একটা পারিবারিক অশান্তি চলছিল ওই দুই ভাইয়ের। সেই ঝামেলার প্রতিবাদ করায় দিদি পিয়ালীকে গালিগালাজ করেন দুই ভাই।
গালিগালাজ করার সময় পিয়ালী দু এক কথার উত্তর দেওয়ার পর আর কোনো কথার উত্তর না দিয়ে প্রিয়াঙ্কার বাড়িতে ঢুকে যান। এরপর যখন সে দিদির বাড়ি থেকে বেরিয়ে তাঁর নিজের বাড়ি দমদমে যাচ্ছিলেন তখন রাস্তায় তরুণীর পথ আটকান ওই দুই ভাই। তারপর আবার পিয়ালীকে গালিগালাজ করলে আবার প্রতিবাদ করেন পিয়ালী। তখনই পিয়ালীর গলায় ধারাল অস্ত্র দিয়ে কোপান রাজা বাল্মিকী। রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন পিয়ালী।
তারপরই তাঁকে চিকিৎসার জন্য এলাকার মানুষজন উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এই গোটা ঘটনায় যথেষ্ট আতঙ্কিত আক্রান্ত মহিলা ও পরিবার। এর আগেও এই ধরনের আক্রমণ চালিয়েছিলেন এই দুই ভাই। অভিযুক্তদের নামে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলা ও তার পরিবার। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দুই ভাই। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বেলঘরিয়া থানার পুলিশ।
