আজকাল ওয়েবডেস্ক: শিউলি গাছ থেকে ফুলতোলা, আর তাকে কেন্দ্র করে বিবাদের জেরে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার জালাদিপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম সুজয় দাস (২৯)। 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।  ধৃতের পুলিশ হেফাজতের আবেদন করে আজ তাকে কোর্টে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম অপূর্ব দাস। 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, জালাদিপুর গ্রামের বাসিন্দা সুজয় দাসের সঙ্গে তাঁর প্রতিবেশী অপূর্ব দাস এবং পরিবারের সদস্যদের দীর্ঘদিন একটি জমির মালিকানা নিয়ে বিবাদ চলছিল। দুই প্রতিবেশীর জমির মাঝখানে একটি শিউলি গাছ রয়েছে। অভিযোগ সুজয়ের মা, সুলেখা দাস নিয়মিত সেই গাছ থেকে ফুল পাড়তেন। মঙ্গলবার ওই গাছটি থেকে ফুল পাড়তে গেলে ফের একবার সুলেখা দাস ও তাঁর প্রতিবেশী অপূর্ব দাসের পরিবারের বিবাদের পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ ঘটনার সময় অপূর্ব দাস সুলেখাকে গালিগালাজ করেন। 

সুলেখার ছেলে সুজয় দাস বাড়ি ফিরে এলে তাঁকে ঘটনার কথা জানালেই সুজয়ের সঙ্গে অপূর্ব দাসের বিবাদ শুরু হয়।। অভিযোগ বিবাদ চলাকালীন অপূর্ব এবং আরও কয়েকজন হঠাৎই সুজয়ের উপর লাঠি এবং রড নিয়ে চড়াও এবং তাকে ব্যাপক মারধর করে।