আজকাল ওয়েবডেস্ক: এসআইআরের প্রতিবাদে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে গত ৫ নভেম্বর থেকে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আমরণ অনশন শুরু করেছিলেন মমতাবালা ঠাকুর।
কিন্তু সোমবার অনশনের মাঝেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এদিন অনশন প্রত্যাহারের কথা ঘোষণার পর দুপুর বারোটা নাগাদ অসুস্থ হয়ে পড়েন মমতাবালা। অনশন মঞ্চেই তাঁকে স্যালাইন দেওয়া হয়।
পরবর্তীতে তাঁর অবস্থার আরও অবনতি হলে মতুয়া গোসাইরা তাঁর মুখে ফলের রস দিয়ে অনশন ভঙ্গ করান। পরবর্তীতে বনগাঁর চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়।
অনশন ভঙ্গের কথা ঘোষণা করে সমস্ত অনশনকারীদের ফলের রস খাইয়ে অনশন ভঙ্গ করা হয়। বাংলায় এসআইআরের প্রতিবাদে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফে অনশন শুরু হয়েছিল।
সোমবার সেই অনশন ১৩ দিনের মাথায় পড়ে। এদিন অনশন তুলে নেওয়া হলেও মতুয়া সংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, অনশন প্রত্যাহার করা হলেও তাদের আন্দোলন চলবে। আন্দোলন দিল্লির বুকে হবে।
জানা যায়, অভিষেক ব্যানার্জি চিঠি পাঠিয়ে অনুরোধ জানিয়েছিলেন অনশন তুলে নেওয়ার। প্রথমে তিনি ফোন করে কথা বলেন মমতাবালা ঠাকুরের সঙ্গে। খোঁজ নেন তাঁর শারীরিক অবস্থার।
পরবর্তীকালে, অনশন তুলে নেওয়ার অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠান। রবিরার রাতে সেই চিঠি পৌঁছায় অনশন মঞ্চে। তারপরেই মমতাবালা জানান, অনশন তুলে নেওয়া হবে।
কিন্তু এদিন অনশন প্রত্যাহারের আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মমতাবালা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা দাবি করেছিলেন এসআইআর হলে ৯৫ শতাংশ মতুয়ার ভোটারতালিকা থেকে নাম বাদ যাবে।
সেই ইস্যুতে গত ৫ নভেম্বর দুপুর বারোটা থেকে আমরণ অনশনে বসেন অনুগামীরা। তাঁর বক্তব্য, এসআইআর হলে মতুয়াদের নাম কাটা যাবে। মমতাবালা ঠাকুর নিজেই এই অনশনের ডাক দিয়েছেন।
কিন্তু শুরুর দিন অনশন মঞ্চে ছিলেন না মমতাবালা ঠাকুর। জানা যায়, বিশেষ কাজে বাইরে ছিলেন তিনি। অনশনকারীদের দাবি নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। বাংলাদেশি ঘোষণা ও বাংলাদেশি কাগজ নিয়ে নাগরিকত্ব নয়।
২০২৪ সাল পর্যন্ত যে সমস্ত মানুষ বাংলাদেশ থেকে ছিন্নমূল হয়ে এসেছেন তাঁদের নাগরিকত্ব দিতে হবে। মতুয়া মহাসঙ্ঘের পদাধিকারীরা অনশন মঞ্চে রয়েছেন।
এদিন এক আন্দোলনকারী জানিয়েছিলেন, যতক্ষণ না সরকার আমাদের দাবি দাওয়া মানছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।
মমতাবালা ঠাকুর প্রথম থেকেই জানান, ‘মতুয়াদের ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়েছেন শান্তনু ঠাকুর। মিথ্যা কথা বলছেন। নাগরিকত্বের আবেদন করলে ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না, এমন কোনও আইন নেই।’
এমনটাই তিনি জানান। মঙ্গলবার ৪ নভেম্বর তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কলকাতায় এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করেন৷ এই পরিস্থিতিতে মতুয়াদের প্রধান ঠাকুরবাড়ি পুরোপুরি দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে।
