আজকাল ওয়েবডেস্ক: এসআইআর ইস্যু ঘিরে মতুয়া সমাজের উদ্বেগ দিন দিন বাড়ছে। বহু মতুয়া পরিবারের আশঙ্কা, এই নয়া আইন তাঁদের ভোটাধিকার বা নাগরিক পরিচয়কে প্রশ্নের মুখে ফেলতে পারে।
এই পরিস্থিতিতে মঙ্গলবার মতুয়াগড়ে পদযাত্রা ও প্রতিবাদ সভা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন দুপুরে মুখ্যমন্ত্রী প্রথমে বনগাঁ পৌঁছবেন। তারপর সেখান থেকে গাড়িতে করে যাবেন গাইঘাটার চাঁদপাড়া।
সেখান থেকে প্রায় আড়াই কিলোমিটার পথ তিনি পদযাত্রা করবেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর জেলা সফর ঘিরে ঘিরে সকাল থেকেই ঠাকুরনগর এলাকায় তৎপরতা লক্ষ্য করা গেছে।
তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস জানান, এসআইআর নিয়ে মতুয়াদের মনে যে আতঙ্ক তৈরি হয়েছে, তাদের পাশে থাকতেই মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি।
চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মিছিলে হাঁটার পর বনগাঁর ত্রিকোণ পার্কে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। তবে তিনি ঠাকুরবাড়িতে যাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বনগাঁ-চাকদা রোডে মঞ্চ, গাইঘাটায় হেলিপ্যাড তৈরি হয়েছে। গোটা এলাকায় বসানো হয়েছে সিসিটিভি।
পরিস্থিতি যাতে কোনওভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায় সে কারণে হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। মঞ্চ থেকে এদিন মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর জানান, মুখ্যমন্ত্রী সব সময় মতুয়া সমাজের পাশে থেকেছেন। এসআইআর নিয়ে যে দুশ্চিন্তা তৈরি হয়েছে, তা দূর করতেই তিনি আসছেন।
তিনি আরও বলেন, ‘ঠাকুরনগরের মানুষ শান্ত। কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী ঠাকুরবাড়িতে যাবেন কি না এখনও সরকারিভাবে জানানো হয়নি। তিনি যে কোনও মানুষের সঙ্গে দাঁড়িয়ে কথা বলেন। তাই তিনি মতুয়াদের ঘরে পৌঁছনোর আগে কিছু বলা যাচ্ছে না। যদি যান তাহলে সেখান থেকেই মতবাদ নিয়ে তিনি নিজের বক্তব্য জানাবেন।’
