আজকাল ওয়েবডেস্ক: বঙ্গোপসাগরের দক্ষিণ–পূর্ব অংশে আরও স্পষ্ট হল নিম্নচাপ অঞ্চল। সোমবারই তা থেকে ঘূর্ণিঝড় ‘মন্থা’ জন্ম নিতে পারে। এই নামটি থাইল্যান্ডের দেওয়া। থাই ভাষায় যার অর্থ ‘সুগন্ধি ফুল’ বা ‘সুন্দর ফুল’। এর ফলে সমুদ্র উত্তাল থাকবে। ২৭ অক্টোবরের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের ন’টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকালে দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চলটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। আর কয়েক ঘণ্টার মধ্যে তা থেকে নিম্নচাপ তৈরি হবে। রবিবারের মধ্যে তা আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। সোমবার ওই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার নেবে। এর কিছুটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে। এখনও অবধি জানা যাচ্ছে ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম ও উত্তর–পশ্চিম দিক।
দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি শুরু হয়ে যাবে সোমবার থেকেই। ওই দিন দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। কলকাতায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবার। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলতে পারে কলকাতায়।
আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই বদলাবে আবহাওয়া, এই এই জেলায় চরম দুর্যোগের আশঙ্কা
দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে মঙ্গলবার থেকে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার ও শুক্রবার। দুই ২৪ পরগনাতেও শুক্রবার পর্যন্ত দুর্যোগের আশঙ্কা রয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। জলপাইগুড়িতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার এবং শুক্রবার।
নিম্নচাপের প্রভাবে সমুদ্রে ঝোড়ো হাওয়া বইছে। ২৭ তারিখ থেকে তার বেগ বাড়তে পারে। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর সমুদ্রে হাওয়ার গতি পৌঁছোতে পারে সর্বোচ্চ ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ২৮ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আপাতত সমুদ্রের পরিস্থিতির দিকে নজর রেখেছে হাওয়া অফিস।
আইএমডি জানিয়েছে, আগামী ২৬ অক্টোবরের মধ্যে এটি ভয়ানক রূপ নেবে এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্য তামিলনাড়ুতে ইতিমধ্যেই ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। আইএমডি ইতিমধ্যেই ২৭ অক্টোবর চেন্নাই, তিরুভাল্লুর এবং রানিপেট জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। সোমবার ওই এলাকাগুলিতে অতি ভারী থেকে অতি অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি উপকূলজুড়ে দমকা হাওয়া বইতে পারে, যা ঘণ্টায় ৬০–৭০ কিমি বেগে পৌঁছাতে পারে।
