আজকাল ওয়েবডেস্ক:‌ দাম বাড়তেই কমল মদ বিক্রি। খোদ আবগারি দপ্তর এই তথ্য দিচ্ছে। গত ডিসেম্বরেই মদের দাম বেড়েছে রাজ্যে। তবে বিয়ারের দাম বাড়েনি। আর দেড় মাস পর আবগারি দপ্তর জানাচ্ছে, ২০ শতাংশের বেশি পরিমাণ মদের বিক্রি কমে গেছে বাংলা জুড়ে। 


প্রসঙ্গত, নভেম্বর মাসে আবগারি দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে, ৭৫০ মিলিলিটার বিদেশি মদের বোতলে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বাড়বে। পাশাপাশি, ১৮০ মিলিলিটারের ক্ষেত্রে বোতল প্রতি ১০ টাকা দাম বৃদ্ধি করা হবে। দেশি এবং অন্য লাইসেন্সওয়ালা মদের ক্ষেত্রেও ধাপে ধাপে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিয়ারের দাম বাড়ানো হয়নি।


আবগারি দপ্তর সূত্রে খবর, নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে মদ বিক্রির পরিমাণ ২০ শতাংশের বেশি কমে গিয়েছে। অথচ ডিসেম্বর পার্টি মান্থ। এই মাসে মদ সবচেয়ে বেশি বিক্রি হয়। কিন্তু দাম বাড়ায় ডিসেম্বরেই দেখা গেল মন্দা।


এটা ঘটনা, ডিসেম্বর মাসে বিয়ার ছাড়া দেশি এবং বিদেশি সব ধরনের মদের দাম বাড়িয়েছিল আবগারি দপ্তর। সেই ডিসেম্বর মাসেই রাজ্য জুড়ে দেশি মদ বিক্রি হয়েছে, ৪৮,২৩,৭,০৩১ বোতল। যা গত নভেম্বর মাসের বিক্রির তুলনায় প্রায় ২৫ শতাংশ কম। নভেম্বর মাসে ১,২০,৫৯,২৫৭ বোতল মদ বেশি বিক্রি হয়েছিল। এটা যদি বাস্তব হয়, আবার অনেক মদের দোকানদার দাম বাড়ার আগেই পুরনো দামের লেভেলের উপর নতুন দামের লেভেল মেরে বিক্রি করেছে। যা আবগারি দপ্তরের নজরে এসেছে। এটা যে বেআইনি তা স্বীকারও করে নেওয়া হয়েছে। কিন্তু এটাও ঘটনা দাম বাড়ায় মদের বিক্রি কিন্তু কমেছে।


যদিও তাতে চিন্তিত নয় আবগারি দপ্তর। কারণ, তাদের আশা, এই দাম বাড়ার ফলে ২০২৫–২৬ অর্থবর্ষে প্রায় ৪,০০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব সংগ্রহ করা যাবে। জানুয়ারি মাসের হিসেব এখনও দেয়নি আবগারি দপ্তর। সেটা প্রকাশ্যে এলেই সবটা স্পষ্ট হবে।