আজকাল ওয়েবডেস্ক: অতি ভারী বৃষ্টিতে আবারও বিপর্যস্ত উত্তরবঙ্গ। টানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হল সিকিম ও উত্তরবঙ্গের সংযোগকারী লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক। রবিবার সকালে স্বেতিঝরার কাছে এই সড়কের একটি বড় অংশ ভেঙে পড়ে তিস্তা নদীর গর্ভে। এর ফলে জাতীয় সড়কের যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বিঘ্ন ঘটেছে। বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে অগণিত পর্যটক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকেই ওই অঞ্চলে রাস্তার একাংশে ফাটল দেখা দিতে শুরু করে। প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হলেও রাতভর টানা বৃষ্টির ফলে রবিবার সকালে হঠাৎ করেই সড়কের একাংশ নদীতে ধসে পড়ে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, প্রশাসন দ্রুত পদক্ষেপ করে ওই অংশে সমস্ত রকম ভারী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে।
বর্তমানে জাতীয় সড়কের সেই অংশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এবং বিকল্প পথে হালকা যান চলাচলের চেষ্টা করা হচ্ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করছে।
স্থানীয়দের আশঙ্কা, আরও বৃষ্টি হলে ধসের পরিমাণ বাড়তে পারে এবং যোগাযোগ ব্যবস্থার উপর তার আরও প্রভাব পড়বে। প্রশাসনের তরফে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহেই প্রবল বর্ষণে বিধ্বস্ত হয়ে পড়ে দার্জিলিং। একাধিক জায়গায় নেমেছে ধস। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধির বাড়িঘর। রাস্তা অবরুদ্ধ। ভরা বর্ষায় পাহাড়ে গিয়ে চরম দূর্ভোগে পর্যটকরাও।
প্রসঙ্গত, গত কয়েকদিনের চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উত্তরবঙ্গের একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে। আগামী শুক্রবার পর্যন্ত আরও দুর্যোগের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণাবর্তের জেরে একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। জারি রয়েছে চরম সতর্কতাও।
আজ, রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার ভারী থেকে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু'টি জেলাতেই জারি রয়েছে লাল সতর্কতা। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রবিবারেও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।
আগামী সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাঁচ জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। ওইদিন মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টানা চারদিন পাঁচ জেলায় হলুদ সর্তকতা রয়েছে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে যে ঘূর্ণাবর্তটি ছিল, তা ক্রমেই উত্তর দিকে সরে গিয়েছে। বর্তমানে উত্তরবঙ্গের উপরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমেছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে। একটানা অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নদীগুলির জলস্তর আরও বাড়তে পারে। আরও ধস নামার সম্ভাবনাও রয়েছে।
