আজকাল ওয়েবডেস্ক:  ১২ দিন ধরে উত্তরবঙ্গের একাধিক জায়গায় অনুরাগ বসুর পরিচালিত আশিকি ৩-এর শুটিং করছেন কার্তিক আরিয়ান। প্রথমেই দেখা গিয়েছিল, শুটিং করতে ডুয়ার্সে পৌঁছেছিলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও দক্ষিণী নায়িকা শ্রীলীলা। 

 


সেখানেই লিস নদীর তীরে ও সামসিংয়ে শুটের পর সিকিম ও দার্জিলিংয়ে শুট করতে দেখা যায় আশিকী ৩-এর টিমকে। সেখানেই আবার নেপালি ভাষায় "মো তিমিলায় মায়া গড়ছু" অর্থাৎ আমি তোমাকে ভালবাসি বলতে দেখা যায় কার্তিককে। 

 


রবিবার দুপুরে সড়কপথে বাগডোগরা বিমানবন্দরে এসে মুম্বইয়ের দিকে রওনা দেওয়ার সময় সংবাদমাধ্যমের সঙ্গে বাংলায় বার্তালাপ করেন তিনি। তিনি বলেন, ভালবাসি, ডুয়ার্স সিকিম দার্জিলিং ভাল লেগেছে। বারবার আসবেন বলে যাওয়ার সময় জানিয়ে গেলেন এই বলিউড অভিনেতা। তবে আশিকি ৩-এর টিম এখনও রয়েছে দার্জিলিংয়ে। চলছে শুটিংয়ের যাবতীয় কাজ। ফের উত্তরবঙ্গে আসতে পারেন কার্তিক আরিয়ান বলেই সূত্রের খবর।