আজকাল ওয়েবডেস্ক: বিরোধ এখন অতীত। দু'জনের মুখেই একসঙ্গে চলার বার্তা। অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের। কাজল এই মুহূর্তে বীরভূম জেলার সভাধিপতি। শনিবার বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার পর কাজল শেখও জানালেন 'আমাদের একসঙ্গে কাজ করতে হবে।' দল এক হলেও বীরভূম রাজনীতিতে একসময় অনুব্রত ও কাজল দু'জনের অবস্থান ছিল দুই মেরুতে। দু'বছর পর জামিনে জেলমুক্ত হয়ে বীরভূমে ফেরার পর জল্পনা শুরু হয় এই দুই নেতাকে এবার একসঙ্গে দেখা যাবে কিনা। এই আবহাওয়ায় মধ্যেই অনুব্রত বলেন, সবাইকে একসঙ্গে চলতে হবে। 

 

এই কথা বলার ৪৮ ঘন্টার মধ্যেই কাজল শেখ আসেন অনুব্রতর সঙ্গে দেখা করতে। শনিবার তাঁদের মধ্যে আধ ঘন্টা বৈঠকও হয়। বৈঠক সেরে বেরিয়েই তিনি একসঙ্গে চলার বার্তা দেন। এদিন কাজল বলেন, 'দাদার শরীর খারাপ। আগামীকাল তিনি হয়ত কলকাতায় চিকিৎসার জন্য যাবেন। অনুব্রত মণ্ডল আমাদের সভাপতি। আমাদের একসঙ্গে কাজ করতে হবে। খুব শীঘ্রই কোর কমিটির বৈঠক ডাকা হবে। সভাপতি হিসেবে যেখানে থাকবেন অনুব্রত মণ্ডল।'

 

অনুব্রতর সঙ্গে তাঁর পুরনো সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, 'তিনি যখন ছিলেন না তখন তাঁর কালী পূজার দায়িত্ব আমি নিয়েছিলাম। আগামীদিনে যদি আমাকে বলা হয় আমি নিশ্চয় তাঁর পাশে থাকব।' তবে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কাজলের দাবি, 'এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। আগামীদিনে আবারও আমাদের বৈঠক হবে। তখন রাজনীতি নিয়ে আলোচনা হবে।'