আজকাল ওয়েবডেস্ক: পুজোয় যারা উত্তরবঙ্গে বেড়াতে যাবেন তাঁদের জন্য সুখবর। গরুমারা জঙ্গলে তাঁদের সাফারির জন্য বাড়ানো হচ্ছে হাতির সংখ্যা‌। সাফারির জন্য দুটি হাতির বদলে এবার থাকবে চারটি হাতি।



গরুমারা বন্যপ্রাণ বিভাগের বনাধিকারিক দ্বিজপ্রতীম সেন জানিয়েছেন, পর্যটকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাফারির জন্য যুক্ত করা হচ্ছে আরও দুইটি হাতি। যার ফলে এবার পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছেন তিনি।



পুজো বা অন্যসময়, গরুমারায় যারা ঘুরতে যান তাঁদের কাছে জঙ্গলের অন্যতম আকর্ষণ থাকে হাতি সাফারি। করোনাকালে দু'বছর বন্ধ ছিল এই সাফারি। চালু হওয়ার পর ফের পর্যটকরা ভিড় জমান। বর্ষার জন্য এই মুহূর্তে জঙ্গল বন্ধ থাকলেও আগামী ১৬ সেপ্টেম্বর থেকে আবার খুলবে জঙ্গল।



বর্তমানে গরুমারা জাতীয় উদ্যানে আছে ২৮টি হাতি। যার মধ্যে চারটি বাচ্চা হাতি। গোটা জঙ্গল প্রহরার জন্য এই হাতিরাই ভরসা বন দপ্তরের। যে সব জায়গায় জিপ বা অন্য কোনও গাড়ি ঢুকতে পারে না সেইসব জায়গায় এই হাতির সাহায্যেই নজরদারি চালায় বনদপ্তর।