আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র দু’দিন পর কালীপুজো ও দীপাবলি। কিন্তু পাঁশকুড়ার সরকারি ফুল মজুত রাখার হিমঘর চালু না হওয়ায় জেলার ফুলচাষী ও ফুলব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। কালীপুজোর অপরিহার্য ফুল জবা। আর সেই জবার কুঁড়ি সংরক্ষণের সমস্যায় পড়েছেন ফুল চাষীরা।

অনুকূল আবহাওয়ার কারণে চলতি বছরে জবাফুলের ফলন ভালো হলেও সঠিক সংরক্ষণের অভাবে বিপাকে পড়েছেন ফুল চাষীরা। কালীপুজোর দিন বিপুল চাহিদা মেটাতে এখন থেকেই জবাফুল মজুতের প্রয়োজন হচ্ছে। কিন্তু হিমঘর চালু না থাকায় বিকল্প মাল্টিপারপাস কোল্ড স্টোরেজে রাখতে হচ্ছে ফুল। সেখানে সংরক্ষণের সঠিক পরিবেশ না থাকায় বহু ফুল পচে নষ্ট হচ্ছে বলে অভিযোগ। এই মুহূর্তে জবার কুঁড়ির প্রতি হাজারে ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা যায়। যা সাধারণত ৪০ থেকে ৫০ টাকা ছিল।

অনুমান করা হচ্ছে, কালীপুজোর দিনে এই দাম বেড়ে ৭০০ থেকে ৮০০ টাকা প্রতি হাজারে পৌঁছতে পারে। এবিষয়ে সারা বাংলা ফুলচাষী ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়েক জানান, 'কালীপুজোর আগেই পাঁশকুড়ার হিমঘরের যন্ত্রাংশ মেরামত না হওয়ায় আমরা ওই সরকারি হিমঘরে ফুল রাখতে পারিনি। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষীরা।'
তাঁর কথায়, রাজ্যজুড়ে কালীপুজোর দিনে যে পরিমাণ জবা ফুলের প্রয়োজন, তা মেটাতে চাষীদের প্রায় ১৫ দিন আগে থেকেই হিমঘরে কুঁড়ি মজুত রাখতে হয়। কিন্তু এবার সেই সুযোগই নেই।'

আরও পড়ুন: অপেক্ষা ছিল স্রেফ পুরনো মন্ত্রীদের পদত্যাগের! একদিনেই বড় চমক দিয়ে দিলেন ভূপেন্দ্র, সামনে এল নয়া মন্ত্রিসভার নাম-তালিকা

ফুল চাষী রবিন মান্না, কাশীনাথ সামন্তদের কথায়, ফুল পচে যাচ্ছে, আবার বিকল্প হিমঘরে রাখায় অতিরিক্ত খরচও গুনতে হচ্ছে। এবছর বর্ষা ও আবহাওয়ার খামখেয়ালিপনা গিয়েছে। ফুলের ফলন তেমন ছিল না। যে কারণে স্বাভাবিক দিনে তাঁরা লাভের মুখ দেখেননি। আর কালীপুজোর দিনটির দিকেই তাকিয়ে বসে থাকেন এলাকার কয়েক হাজার ফুল চাষী। তাতে যদি এই ধরনের ব্যবস্থা থাকে আখেরে ব্যাপক লোকসানের মুখে পড়বে চাষিরা।

প্রসঙ্গত, গত দুর্গাপুজোয় পদ্ম ছাড়া অন্যান্য ফুলের দাম অনেকটাই চড়া ছিল। এবার কালীপুজোতেও হিমঘর সমস্যার কারণে জবাফুলের দর আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: কলেজ ক্যাম্পাসের শৌচলয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ একদা সহপাঠীর বিরুদ্ধে! পরে ফোন

কোল্ড স্টোরেজ নিয়ে জেলা কৃষি দপ্তরের প্রশাসনিক কর্তারা এই নিয়ে কোনভাবে মুখ খুলতে চাননি।