আজকাল ওয়েবডেস্ক: সন্দেহ বসে পুত্রবধূ এবং বেয়ানকে কুরুল দিয়ে কুপিয়ে খুন করল বৃদ্ধ। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে নদিয়া রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর গ্রাম পঞ্চায়েতের আশুতোষপুরে। 

জানা গিয়েছে, অভিযুক্তের নাম অনন্ত বিশ্বাস (৭০)। স্থানীয় সূত্রে খবর, অনন্ত বিশ্বাসের স্ত্রী চার দিন আগে মারা গিয়েছেন। সেই কারণে জামাইয়ের বাড়িতে এসেছিলেন স্বপ্না মণ্ডল। অভিযোগ আজ ভোর বেলায় অনন্ত বিশ্বাসের ছেলে ফুল বিক্রি করতে গিয়েছিলেন নৌকারী ফুল বাজারে, সেই সময় অনন্ত বিশ্বাস পুত্রবধূ শিল্পা বিশ্বাস মণ্ডল এবং ছেলে শাশুড়ি স্বপ্না মণ্ডলকে কুড়োল দিয়ে কুপিয়ে খুন করেন। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। 

অনন্ত বিশ্বাস পেশায় একজন কৃষিজীবী। তাঁর আত্মীয় বিশাখা বিশ্বাস বলেন, রাত তিনটে নাগাদ অনন্ত বিশ্বাসের ছেলে পতিতপাবন ফুল নিয়ে ফুলবাজারে গিয়েছিলেন ফুল বিক্রি করতে, সেই সময় বাড়ির একটি ঘরে ঘুমিয়ে ছিলেন পুত্রবধূ শিল্পা বিশ্বাস মণ্ডল (২৮) এবং ছেলের শাশুড়ি স্বপ্না মণ্ডলকে (৫০) কুড়ুল দিয়ে কোপান অনন্ত বিশ্বাস। স্থানীয় পঞ্চায়েত সদস্য ও আত্মীয়র কাছ থেকে জানা যায়, ছেলের শাশুড়ি অর্থাৎ স্বপ্না মণ্ডল কবিরাজি কাজের সঙ্গে যুক্ত। 

সকলেরই ধারণা, স্ত্রী বিয়োগের রাগেই হয়তো বৌমা ও বেয়ানকে খুন করা হয়েছে। যদিও অভিযুক্ত অনন্ত বিশ্বাসকে পুলিশ আটক করে নিয়ে গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।