আজকাল ওয়েবডেস্ক: এসআইআর শুনানি নিয়ে হয়রানির অন্ত নেই। আতঙ্কে অনেকে মারা গিয়েছেন। একাধিক বিএল–ও মারা গিয়েছেন। এই যখন পরিস্থিতি তখন অন্য নজির নন্দীগ্রামে।
জানা গিয়েছে, বুধবার নন্দীগ্রামের একাধিক এসআইআর শুনানি কেন্দ্রে নাগরিকদের লাইন পড়েছিল। সেখানে অপেক্ষা করতে করতেই বেশ কয়েক জন বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তৃণমূলের কর্মীরা তাঁদের নিয়ে যান অভিষেকের উদ্যোগে শুরু হওয়া স্বাস্থ্য পরিষেবা শিবিরে। চিকিৎসার পরে কয়েক জনকে পাঠানো হয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। একাধিক জনকে ভর্তিও করানো হয়েছে হাসপাতালে। গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে তৃণমূল। এ বিষয়ে পাল্টা নিজেদের বক্তব্যও রেখেছে বিজেপি।
তবে এটা ঘটনা, নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের বাইরে গত ১৫ জানুয়ারি থেকে সেবাশ্রয় শুরু করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই সেবাশ্রয় গত বছর গঙ্গাসাগর মেলার সময়েই শুরু করেছিলেন অভিষেক। যা এখন শাখা প্রশাখা ছড়িয়েছে। নন্দীগ্রামেও আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে সেবাশ্রয়ের। এটা ঘটনা, অভিষেক প্রথম দিনই নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর কেন্দ্রে পৌঁছে দু’টি ব্লকের দু’টি মডেল ক্যাম্প পরিদর্শন করেছিলেন।
