আজকাল ওয়েবডেস্ক: নভেম্বর মাস শেষ হতে চলল। তারপরেও জাঁকিয়ে শীতের দেখা মিলছে না দক্ষিণবঙ্গে। ভোরের দিকে শীতল হাওয়া দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা।

সকাল ন’টা বাজলেই আকাশে চড়া রোদ। এখনও শীতের দেখা না পাওয়ায় হতাশ হয়েছেন শীতপ্রেমীরা। ঠান্ডা তো বাড়েইনি, উল্টে গত কয়েক দিনে দিনের বেলায় তাপমাত্রা আরও বেড়েছে প্রায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত।

অনেক জায়গায় এখনও পর্যন্ত ফ্যান ছাড়া চলছে না দৈনন্দিন জীবন। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। না নতুন করে তাপমাত্রা কমবে, না আরও বাড়বে।

এই অবস্থাই কয়েক দিন বজায় থাকবে বলে অনুমান। তবে জানা গিয়েছে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে। পাশাপাশি ভোরের দিকে বেশ কিছু জেলায় কুয়াশার দাপট দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বেলা বাড়লে পরিষ্কার আকাশ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন তাপমাত্রার পরিবর্তনের কোনও ইঙ্গিত নেই। সেখানেও আগামী কয়েক দিন তাপমাত্রা একই থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

তবে আগামী সপ্তাহের শুরুতে দার্জিলিংয়ের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আলিপুর জানিয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। তখন থেকেই জাঁকিয়ে শীত পড়ার একটা সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের সতর্কতা, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ ঘনাচ্ছে। আর সেই কারণেই বদল ঘটবে রাজ্যের আবহাওয়ায়। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে।

এছাড়া শনিবার দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেবল নিম্নচাপ অঞ্চল তৈরি নয়, শক্তি বাড়িয়ে সেটির গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপটি আগামী সোমবার দক্ষিণ বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অংশে পৌঁছে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। এই নিম্নচাপের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু-সহ একাধিক দক্ষিণের রাজ্যে।  

এর জেরে আপাতত রাজ্যের উত্তর থেকে দক্ষিণ–সর্বত্র তাপমাত্রা বৃদ্ধি পাবে। অর্থাৎ বাংলায় ঝড়-বৃষ্টি কতটা হতে পারে নয়া নিম্নচাপের কারণে, তা স্পষ্ট না হলেও, শীতের মুখে যে বাধা, তা স্পষ্ট।

মূলত, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং পূবালী হাওয়ার প্রভাবে শীত আপাতত কিছুটা পিছিয়ে পড়েছে। এই পূবালি হাওয়া প্রচুর জলীয় বাষ্পও বয়ে আনছে। যার ফলে বাতাসে বাড়তে শুরু করেছে আর্দ্রতা।

তাই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আগামী ২ দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা (রাত্রিকালীন তাপমাত্রা) প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ৩ দিনে তাপমাত্রার কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।