আজকাল ওয়েবডেস্ক: শীতকাল কবে আসবে? টানা বৃষ্টির মাঝে দাঁড়িয়ে এই প্রশ্ন অনেকেই করছিলেন বারবার। তাঁদের সকলের প্রশ্নের জবাব যেন মিলছে। ইদানিং জেলায় জেলায় ভোরের দিকে হালকা শিরশিরানি হাওয়া। পারদও পড়ছে জেলায় জেলায়। হাওয়া অফিস জানাচ্ছে, ইতিমধ্যেই পাহাড়ের তাপমাত্রা নেমে গিয়েছে দশে। দার্জিলিংয়ে জাঁকিয়ে শীত পড়ার প্রস্তুতি একেবারে তুঙ্গে। অন্যদিকে পারদ হুড়মুড়িয়ে নামছে দক্ষিণের জেলাগুলিতেও। হাওয়া অফিস জানাচ্ছে, পুরুলিয়ার দিকে তাপমাত্রা নামছে ১৭ ডিগ্রি পর্যন্ত।

কলকাতায় এখনও এতটা তাপমাত্রা না নামলেও ভোরের দিকে হালকা ঠান্ডার আমেজ এসেছে। বৃহস্পতিবার সলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৯ ডিগ্রি। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১। শুক্রবার কিছুটা কমেছে শহরের সর্বোচ্চ তাপমাত্রা। ৩১ থেকে কমে, শুক্রে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি। 

একদিকে পারদ পতন। শীতের আমেজ। অন্যদিকে সাগরে ঘুর্ণাবর্ত। হাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী, পূর্ব-মধ্য এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ থেকে ৩.১ কিলোমিটার উপরে অবস্থিত। মধ্য বঙ্গোপসাগর থেকে দক্ষিণ কেরল পর্যন্ত, তামিলনাড়ু জুড়ে একটি ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ থেকে ৫.৮ কিলোমিটার উপরে অবস্থান করছে।

যদিও এই ঘূর্ণাবর্তর সরাসরি প্রভাব পড়বে না বঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে, ৭ নভেম্বর থেকে, আগামী এক সপ্তাহ রাজ্যের কোনও জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উলটে শুক্রবারের পর, শনিবার থেকে ফের পারদ পতন হবে জেলায় জেলায়। 

হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে রবিবার থেকে সব জেলাতেই তাপমাত্রার পারদ দু'-তিন ডিগ্রি সেলসিয়াস কমবে। যার জেরে শীতের আমেজ পাওয়া যাবে সব জেলাতেই। তবে এখন জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। বুধবার বিকেল থেকে দিল্লি, গাজিয়াবাদ, নয়ডা, হরিয়ানায় শৈত্যপ্রবাহ ছিল। যার জেরে দিল্লিতে ভরপুর শীতের আমেজ। দিল্লিতে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। ফলে পারদ পতনের ব্যাপক সম্ভাবনা সেখানে।