আজকাল ওয়েবডেস্ক: সেই শীত আর নেই। যে হাড়কাঁপানো শীতের দেখা ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ অবধি দেখা গিয়েছিল, তা উধাও হয়েছে।
তবে সেই দাপুটে শীতই এবারের মতো বিদায় নিচ্ছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ জাঁকিয়ে ঠান্ডা উপভোগের দিন এবার শেষের পথে।
তবে শনিবার এবং রবিবার মোটের উপর একই রকম থাকবে আবহাওয়া। এই সময় ভালই শীত অনুভূত হবে। তারপরই ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে জাঁকিয়ে শীত উধাও হতে পারে। এই সময় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, কাশ্মীরে পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হয়ে রয়েছে। সেই কারণে উত্তুরে হাওয়ার দাপট অনেকটাই কমেছে। এছাড়া আরও একটি ঝঞ্জা ১৯ জানুয়ারি সোমবার তৈরি হবে। আবার লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন উত্তর–পূর্ব সাগর এলাকায়, কেরল উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই সব কারণেই তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
যদিও সোমবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পেলেও শীত এখনই বিদায় হচ্ছে না। বরং এখনও কিছুদিন ঠান্ডা উপভোগ করা যাবে। আর সেই ধারা চলবে মোটামুটি সরস্বতী পুজো পর্যন্ত। তারপর আরও কিছুটা তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। আর শীতের বিদায় হতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। তারপর থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে।
দক্ষিণের মতো উত্তরবঙ্গের তাপমাত্রাও বৃদ্ধি পাবে। তবে পাহাড়ে তাপমাত্রা বাড়লেও শীত অনুভূত হবে আরও বেশ কিছু দিন।
কুয়াশার দাপট অবশ্য থাকবে। যার ফলে ভোরের দিকে কমবে দৃশ্যমানতা।
