আজকাল ওয়েবডেস্ক: শীতের শুরুতে আবারও বাংলায় দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি কোনও জেলাতেই হবে না। তাই সতর্কতা জারি হয়নি। বৃষ্টির জেরে খানিকটা কমবে তাপমাত্রার পারদ। ফলে হালকা শীতের আমেজ পাওয়া যাবে চলতি সপ্তাহেই। 

 

মৌসম ভবন জানিয়েছে, আজ, মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। বুধবার এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলের দিকে। এর প্রভাবে আজ থেকে উত্তর-মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। এই আবহে সমুদ্র উত্তাল থাকবে। প্রতি ঘণ্টায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামিকাল থেকে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

 

চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে বেলার দিকে কখনও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। আগামী চার-পাঁচ দিন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। জলীয় বাষ্পের পরিমাণ সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বাড়ার কারণে সকালের দিকে কিছু কিছু এলাকায় কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। 

 

আজ ও আগামিকাল হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের জেলায়। মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে।বুধবার মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার কিছু অংশে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। 

 

অন্যদিকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরবর্তীতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায়। রবিবার থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। আগামী ৪-৫ দিন তাপমাত্রার কোন হেরফের নেই।