আজকাল ওয়েবডেস্ক:‌ বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। তার জেরে নতুন সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যথেষ্টই। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। তবে শনিবারই বৃষ্টি শুরু হচ্ছে না। রবি, সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের ওপর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিনে তার শক্তি আরও বাড়বে বলে জানা গিয়েছে। 


হাওয়া অফিস জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, নদিয়া ও পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রাতেও তেমন হেরফের হবে না। হালকা মেঘ থাকতে পারে।

 

আরও পড়ুন:‌ বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়! কবে থেকে ফের বৃষ্টিতে ভাসবে বাংলা, রইল আপডেট ...


তবে রবিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। আগামী সোমবার দুই মেদিনীপুরে ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি বাড়তে পারে। ২৮ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের বহু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
অন্যদিকে, উত্তরবঙ্গেও শনিবার আকাশ প্রায় পরিষ্কার থাকবে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
হাওয়া অফিসের কথায়, ২৬ অক্টোবরের মধ্যে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৭ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেই সময় অবস্থান করবে বঙ্গোপসাগরের দক্ষিণ–পশ্চিম ও পশ্চিম–মধ্য অংশে। এর প্রভাব উপকূলীয় জেলাগুলিতে পড়তে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বৃষ্টির দাপট বাড়তে পারে। এবার ছট পুজোয় থাকছে বৃষ্টির সম্ভাবনা। কারণ সোমবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণে। মঙ্গল ও বুধবার তা বাড়বে। 


হাওয়া অফিস আরও জানিয়েছে, ২৭ অক্টোবর থেকে বঙ্গোপসাগরে জোর হাওয়া বইবে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া উঠতে পারে। আর সেই কারণেই মৎস্যজীবীদের ২৭ অক্টোবরের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। ২৮ অক্টোবরের পর থেকে বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলে সমুদ্র আরও উত্তাল হবে। তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে।