আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে চড়া রোদ। যদিও জলীয় বাষ্পের আধিক্য কম বলে, আর্দ্রতাজনিত চরম অস্বস্তি আর অনুভূত হচ্ছে না। দিন কয়েক পরেই কালীপুজো। তার আগেই বাংলায় শুষ্ক আবহাওয়ার মরশুম শুরু। কিন্তু ঘূর্ণিঝড় 'ডানা' সরে গেলেও, চলতি সপ্তাহেও বৃষ্টি থেকে রেহাই পাওয়া যাবে না। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। ভারা বৃষ্টিও হবে না কোনও জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। 

 

সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার, কালীপুজোর দিনেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারেও কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে। মাসের শেষে বৃষ্টির হাত থেকে নিস্তার পাওয়া যাবে না। তবে ভারি বৃষ্টিতে আপাতত ভোগান্তির আশঙ্কা নেই।