আজকাল ওয়েবডেস্ক: হাতে আর ৪৮ ঘণ্টা। তার পরেই বঙ্গে ঢুকবে বর্ষা? হাওয়া অফিসের সোমবারের পূর্বাভাস তেমনটাই যদিও। সোমবারেই হাওয়া অফিস জানিয়েছিল, আগামী তিন থেকে চারদিনের মধ্যেই বঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা।

 দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিম-মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের আরও কিছু অংশ, মিজোরামের কিছু অংশ, সমগ্র ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আসাম ও মেঘালয়ের কিছু অংশে অগ্রসর হয়েছে।সম্ভাবনা আর ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরের আরও কিছু অংশ এবং উত্তর-পূর্ব রাজ্যের অবশিষ্ট অংশ এবং উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিমের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল। অর্থাৎ এইসব জায়গায় প্রবেশ করবে বর্ষা। 

প্রাক বর্ষার বৃষ্টিতে আপাতত স্বস্তি। জেলায় জেলায় গত কয়েকদিনে ঝড়, বজ্রপাত, মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত। বৃষ্টিতে এক ধাক্কায় কমেছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৩, যা স্বাভাবিকের চেয়ে প্রায় তিন ডিগ্রি কম। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ। 


বেলার আপডেটে হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকঘণ্টায় দুই পরগনায় ঝোড়ো হাওয়া, বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা। প্রাক বর্ষার দুর্যোগে সাগরে জারি সতর্কতা।