আজকাল ওয়েবডেস্ক: শীত এসে গেল? হাওয়া অফিস সরকারিভাবে ঘোষণা না করলেও রাতে ও সকালে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। কাঁপুনি ধরছে শরীরে।
তবে কলকাতায় এখনও ঠান্ডা সেভাবে না পড়লেও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ অনেকটাই নেমে গিয়েছে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩–১৪ ডিগ্রির ঘরে নেমে গেছে। হাওয়া অফিস জানিয়েছে, শীতের তাপমাত্রার পারদ পতন কিছুটা থমকাবে। আগামী তিনদিন রাজ্যে রাতের সর্বনিম্ন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। যদিও তার পরে পারদ কিছুটা উঠবে। ২–৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে, আবার পারদ পড়বে। জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২–৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে আগামী তিনদিন সর্বনিম্ন তাপমাত্রায় (রাতের তাপমাত্রা) বড় কোনও পরিবর্তন হবে না এবং তারপরে কিছু জায়গায় ২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বৃদ্ধি পাবে। আগামী তিনদিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে, রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৮ ডিগ্রি সেলসিয়াস ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতেই উত্তর–পশ্চিম থেকে ঠান্ডা হাওয়ার জোর বাড়বে, তখন আরও কমবে তাপমাত্রা। ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কলকাতা ও আশপাশের জেলায় শীতের আমেজ বেশি টের পাওয়া যাবে।
